TRENDING:

অতিরিক্ত ঘামের কারণে টাক পড়তে পারে! চুলের গোড়া মজবুত হবে সহজেই, রইল টিপস

Last Updated:

অতিরিক্ত ঘামের কারণে মাথায় ফাংগাল ইমফেকশনের সৃষ্টি হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অতিরিক্ত ঘামের কারণে চুলের ক্ষতি হয়। মাথায় ঘাম হলে চুলে গোড়া ভিজে থাকে এবং দূর্বল হয়ে পড়ে। শুধু তাই নয় অতিরিক্ত ঘামের কারণে মাথায় ফাংগাল ইমফেকশনের সৃষ্টি হয়। যার কারণে চুল ঝরে পড়ে। তবে সেক্ষেত্রে চুলের বিশেষ যত্ন  নিতে হবে। রোজ কিছু সহজ ঘরোয়া উপায় মানলে চুল ঝরা থেকে মুক্তি পেতে পারবেন।
advertisement

নিয়মিত চুল পরিষ্কার রাখা- অতিরিক্ত ঘাম হলে নিয়মিত শ্যাম্পু করতে হবে। এক্ষেত্রে ঘরোয়া শ্যাম্পুও ব্যবহার করতে পারেন। তবে কম কেমিক্যাল যুক্ত শ্যাম্পু ব্যবহার করলেই ভাল হয়।

আরও পড়ুন: শুধু মাছ, মাংস নয়, প্রোটিন বাড়াতে রোজ খেতে হবে এই ৫ ফল

হেয়ার ম্যাসাজ করতে হবে- মাথায় ভাল করে অয়েল ম্যাসাজ করতে হবে। এতে ব্লাড সারকুলেশন ভাল করে হয় এবং চুলে গোড়া মজবুত হয়। তাই নিয়মিত মাথায়  ্য়েল ম্যাসাজ করতে হবে।

advertisement

স্টিম নিতে হবে- সপ্তাহে ১ দিন হেয়ার স্টিম নিতে হবে। স্টিম নিল চুলর গোড়ায় জমা ময়লা সহজেই বের হয়ে যায়। রোমকূপ পরিষ্কার করে। এবং যেকোনও ফাংগাল ইনফেকশন দূর করতে সহায়তা করে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
অতিরিক্ত ঘামের কারণে টাক পড়তে পারে! চুলের গোড়া মজবুত হবে সহজেই, রইল টিপস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল