মুখ থেকে সাদা লোম সরানোর সঠিক উপায় ৷
মধু মধু ত্বকের জন অত্যন্ত উপকারী ৷ মধুর সঙ্গে চিনি মিশিয়ে একটু গরম করতে হবে তারপরে লেবুর সঙ্গে মিশিয়ে নিতে হবে ৷ এই মিশ্রণের সাহায্যে মুখের সাদা লোম দূর করা যায় ৷
ফেশিয়াল রেজার বাজারের বেশ কয়েক ধরনের ফেশিয়াল রেজার (Facial Razor) রেজার মুখে সাদা লোম থেকে ছাড়পত্র পাওয়া যাবে ৷ সবার আগে মুখ পরিষ্কার করে ফেলতে হবে ৷ খেয়াল রাখতে হবে যাতে ত্বককে শুষ্ক রাখতে হবে ৷ তবে সাবধানে করতে হবে এটি খেয়াল রাখতে হবে ত্বক যেন না ছড়ে যায় ৷
advertisement
অ্যাপ্লিকেটর (Applicator)-এর সাহায্যে মুখের সাদা লোম তুলে ফেলা সম্ভব ৷ তবে এটিতে কোনও ব্যথা বা যন্ত্রণা হবেনা ৷
আরও পড়ুন: Diabetes: ডায়বেটিস কমবে মন্ত্রের মত! এই ফল দিয়ে তৈরি চা খান আর তফাৎ নিজেই বুঝুন
লেজার হেয়ার রিমুভাল (Laser Hair Removal Technique) মুখ থেকে সাদা লোম অতি সহজেই সরানো যায় ৷ প্রশিক্ষণ প্রাপ্ত পার্লার বিশেষজ্ঞদের মাধ্যমে করতে হবে ৷ এর বদলে লোকসান হতে পারে ৷
আরও পড়ুন: Weight Loss: ডিম ও পনির একসঙ্গে খেলে শরীরে চূড়ান্ত ম্যাজিক শুরু হবে, হুড়মুড়িয়ে কমবে ওজন
থ্রেডিং (Threading) একটি অত্যন্ত কমন মডেল ৷ যার মাধ্যমে মুকের সাদা লোম থেকে মুক্তি পাওয়া যায় ৷ সুতোর সাহায্যে এর থেকে মুক্তি পাওয়া যায় ৷
Disclaimer: এইগুলি ঘরোয়া টোটকা কোনও চিকিৎসা বা ওষুধপত্রের বিকল্প হতে পারেনা ৷ তাই ব্যবহারিক প্রয়োগের আগে অবশ্যই চিকিৎসকেরা পরামর্শ নিন ৷