TRENDING:

Summer Health Tips|| প্রখর রোদে বাড়ছে সানস্ট্রোক! মুহূর্তে কীভাবে মোকাবিলা করবেন? জানুন বিশেষজ্ঞদের টিপস

Last Updated:

Summer Health Tips: প্রচণ্ড গরমের সময় আমাদের উচিত পর্যাপ্ত পরিমাণে জল পান করা। অন্যথায় ডিহাইড্রেটেড হওয়া এবং সানস্ট্রোকের সমস্যা বেড়ে যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ প্রায় সমস্ত দেশ জুড়েই ক্রমাগত বাড়ছে তাপমাত্রা। এই মুহূর্তে দেশের প্রায় অনেক শহরেই রেকর্ড তাপমাত্রা অনুভূত হয়েছে। এই অবস্থায় গরমে কারণে বিভিন্ন হাসপাতালে ক্রমাগত রোগীদের সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে সানস্ট্রোকেও আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। এই সময় কীভাবে নিজেকে সানস্ট্রোক থেকে রক্ষা করা যায়?
গরমে কীভাবে সুস্থ থাকবেন। ফাইল ছবি ।
গরমে কীভাবে সুস্থ থাকবেন। ফাইল ছবি ।
advertisement

ভেমুলওয়াড়া শহরের চিকিৎসক আনন্দ রেড্ডি জানিয়েছেন, গত এক সপ্তাহ ধরে বিভিন্ন স্থানে উচ্চ তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে। এই সময় জরুরি প্রয়োজন ছাড়া সবাইকে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। প্রচণ্ড গরমের সময় আমাদের উচিত পর্যাপ্ত পরিমাণে জল পান করা। অন্যথায় ডিহাইড্রেটেড হওয়া এবং সানস্ট্রোকের সমস্যা বেড়ে যায়। তিনি আরও জানিয়েছেন যে, সকলের সকাল বা সন্ধ্যের দিকে যখন তাপমাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে থাকে সেই সময় প্রয়োজনীয় কাজের পরিকল্পনা করে নেওয়া উচিত।

advertisement

আরও পড়ুনঃ আবহাওয়ার পরিবর্তনে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা! কী ভাবে হবে প্রতিকার? জানুন বিশেষজ্ঞের মত 

বিভিন্ন জেলাতেই রোদের প্রচন্ড তাপে সাধারণ মানুষ বাইরে বের হতে পারছেন না। ফলস্বরূপ প্রায়ই দুপুরের দিকে বড় বড় শহরের বিভিন্ন প্রায় জনশূন্য হয়ে পড়ছে। গ্রাহক না থাকায় ব্যবসায়ীদেরও দুপুরের দিকে বিশ্রাম করতে দেখা যাচ্ছে। দক্ষিণ ভারতে এই সময় অবস্থা আরও মারাত্মক স্তরে পৌঁচেছে। তেলঙ্গনার ভেমুলওয়াড়া শহরে এখনও পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

advertisement

চিকিৎসকরা বলছেন, রোদের তীব্রতার কারণে সতর্কতা অবলম্বন করতে হবে। এই সময় বাটার মিল্ক বা অতিরিক্ত জলযুক্ত খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। শরীরকে কোনও ভাবেই জলশূন্য অবস্থায় রাখা যাবে না, একথা জানিয়ে বারে বারে সতর্ক করে দিয়েছেন তাঁরা।

বিশেষ করে গ্রামীণ এলাকায় এই সময় বন্য প্রাণী (সাপ, বানর, পোকা) ইত্যাদির প্রকোপ দেখা যায়। তাদের প্রতিও জনগণকে সতর্ক করে দেওয়া হয়েছে। কোনও প্রকারের বণ্যপ্রাণীর আক্রমণে দ্রুত চিকিৎসকেরা পরামর্শ নেওয়ার কথা জানানো হয়েছে গ্রামবাসীদের।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Summer Health Tips|| প্রখর রোদে বাড়ছে সানস্ট্রোক! মুহূর্তে কীভাবে মোকাবিলা করবেন? জানুন বিশেষজ্ঞদের টিপস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল