TRENDING:

Healthy Foods in Heatwave: চলছে লু, তীব্র গরম! অফিসে টিফিন কিনে খান? বাইরে গিয়ে এই ধরনের খাবারে একদম হাত দেবেন না, নাহলেই ঝুঁকি! কী বলছেন ডাক্তার

Last Updated:

Healthy Foods in Heatwave: গরমের প্রকোপ বেড়ে যাওয়ায় শহরের বিভিন্ন জায়গায় লেবুর শরবত, বিভিন্ন ফলের শরবত বিক্রি করতে দেখা যায়। সেগুলো একেবারে বর্জন করে চলতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে নাজেহাল সাধারণ মানুষ। এই সময় শরীর থেকে অতিরিক্ত জল ঘাম হয়ে বের হয়। এদের শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য নষ্ট হয়ে যায়। এর ফলে শরীরে অস্বস্তি, ক্লান্তির মতো একাধিক উপসর্গ দেখা দেয়। তাই শরীর হাইড্রেটেড রাখতে এই সময় কোনও ধরনের খাবার খাবেন জেনে নিন।
advertisement

ডাক্তার চিন্ময় দেবগুপ্ত জানান, অত্যধিক তাপ দেহের জন্য ক্ষতিকর। এটি একাগ্রতার অভাব ঘটায়, অবসাদগ্রস্ত করে তোলে, ঘুমের ব্যাঘাত ঘটায় ও নানা শারীরিক জটিলতা তৈরি করে। আমাদের জীবনযাপন ও খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনলে এই অসহনীয় গরম আবহাওয়ায়ও অনেকটা সতেজ থাকা সম্ভব। এ সময়ে খাবারদাবার বুঝে শুনে খাওয়া উচিত।

আরও পড়ুন: সোমবারই আবহাওয়ায় বদল! উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ, বাংলা-সহ একাধিক রাজ্যে স্বস্তির বৃষ্টি

advertisement

গ্রীষ্মের সময় শারীরিকভাবে সুস্থ থাকতে হলে অতিরিক্ত মসলাযুক্ত খাবার, লাল মাংস, তেলেভাজা খাবার, বাইরের ফাস্ট ফুড বা অন্যান্য অস্বাস্থ্যকর খাবারের পরিবর্তে শাক-সবজি, ফলমূল খাদ্যতালিকায় প্রাধান্য দিতে হবে। এছাড়া খুব বেশি পরিমাণে জল খেতে হবে। শসা-পুদিনা শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে, এছাড়া টক দইও এ গরমে শরীরের জন্য ভীষণ উপকারী।

View More

advertisement

এছাড়া এই সময় আপনি খাবারে প্রতিদিন ছাতুর ঘোল ও বিট রুটের শরবত রাখতে পারেন। গরমে ঘামের মাধ্যমে শরীর থেকে প্রচুর লবণ ও জল বের হয়ে যায়। সে জন্য গ্রীষ্মের এই গরমে প্রতিদিন আড়াই থেকে তিন লিটার জল পান করতে হবে। পাশাপাশি পান করতে পারেন ওআরএস, লেবু জল বা কচি ডাবের জল।

advertisement

গরমের প্রকোপ বেড়ে যাওয়ায় শহরের বিভিন্ন জায়গায় লেবুর শরবত, বিভিন্ন ফলের শরবত বিক্রি করতে দেখা যায়। সেগুলো একেবারে বর্জন করে চলতে হবে। কারণ সেগুলো নানা শারীরিক জটিলতা তৈরি করতে পারে।

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

পিয়া গুপ্তা

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Healthy Foods in Heatwave: চলছে লু, তীব্র গরম! অফিসে টিফিন কিনে খান? বাইরে গিয়ে এই ধরনের খাবারে একদম হাত দেবেন না, নাহলেই ঝুঁকি! কী বলছেন ডাক্তার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল