আরও পড়ুনঃ যখন-তখন নয়, গরমে রোজ ‘এই’ সময় স্নান করুন! সারাদিন শরীর থাকবে বরফের মত ঠান্ডা
এ বিষয়ে দোকানের মালিক বলেন, পহেলা বৈশাখ থেকে তার এই জুসের দোকানের পথ চলা শুরু। মানুষজনের যথেষ্ট সারা রয়েছে। প্রতিদিন প্রায় ১৫০ থেকে ২০০ গ্লাস আমের জুস বিক্রি হচ্ছে তার দোকানে। দাম মাত্র ১০ টাকা। এত কম দামে অন্যান্য জায়গাতে অরিজিনাল আমের জুস পাওয়া যায় না বললেই চলে।
advertisement
এ বিষয়ে দোকানে আসা ক্রেতারা বলেন, ‘গরমের দিনে মাত্র ১০ টাকার বিনিময়ে এত সুন্দর আমের জুস তারা এর আগে কোথাও খায়নি। কোনওরকম ভেজাল নেই অরিজিনাল আম দিয়ে চোখের সামনে জুস বানিয়ে দিচ্ছেন। জুসের স্বাদও ভীষণ ভাল। তাছাড়া পুরুলিয়ার এই দমফাটা গরমের লু থেকে বাঁচতে এই পানীয় নাকি জাদুর মত কাজ করে, বলছেন অনেকেই।
দহন জ্বালায় নাজেহাল জনজীবন। আর এই গরমের মধ্যে এই সমস্ত জুসের চাহিদা প্রতিনিয়ত বেড়েই চলেছে। ফলে রসের দাম বেশি থাকার কারণে অনেক ক্ষেত্রেই ইচ্ছে থাকলেও তা অনেকে কিনে খেতে পারেন না। তাদের জন্য এই দোকান হওয়ায় খুব সহজেই স্বল্প মূল্যে আমের জুস খেতে পারছেন। মাত্র ১০ টাকার বিনিময় অরিজিনাল আমের জুস পুরুলিয়া শহরবাসীদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে।
শমিষ্ঠা ব্যানার্জি