লেবু ও চিনির স্ক্রাব
লেবু হল প্রাকৃতিকভাবে ত্বককে উজ্জ্বল করার উপাদান, যা ট্যান দূর করে। চিনির সঙ্গে লেবুর মিশ্রণে তৈরি স্ক্রাবটি নোংরা পরিষ্কার করে আমাদের মুখে স্বাভাবিক উজ্জ্বলতা আনে। একটি অর্ধেক লেবুতে এক টেবিল চামচ চিনি মিশিয়ে তৈরি স্ক্রাবে সামান্য মধুও দিয়ে পুরো মুখে ২০-৩০ মিনিট রেখে দিতে হবে। এর পর হালকা ভাবে স্ক্রাব করে জল দিয়ে মুখ ধুয়ে নিতে হবে।
advertisement
গ্রিন টি এবং চিনির স্ক্রাব
গ্রিন টি হল একটি অ্যান্টি-অক্সিড্যান্ট যা অ্যান্টিফ্ল্যামেটরি এবং অ্যান্টি-মাইক্রোবায়াল উপাদানে ভরপুর। এটি মুখে লাগালে ত্বকের সতেজতা বজায় থাকে এবং ব্রন কমে যায়। এক চা চামচ গ্রিন টি-র পাতায় এক চা চামচ চিনি এবং ঘনত্বের জন্য কয়েক ফোঁটা অলিভ অয়েল দিয়ে একটি পেস্ট তৈরি করতে হবে। কিছুক্ষণের জন্য মুখে এই পেস্টটি লাগিয়ে মুখ ধুয়ে নেওয়ার আগে হালকা ভাবে স্ক্রাব করতে হবে।
আরও পড়ুন : বাড়ি এবং সংলগ্ন এলাকা জলমগ্ন? বিপদ এড়াতে এই সতর্কতাগুলো নিতে ভুলবেন না
ওটমিল এবং চিনির স্ক্রাব
তৈলাক্ত ত্বকের ও ব্রণর জন্য খুব ভাল উপাদান হল ওটমিল। এটি ত্বকের অতিরিক্ত তেল শুষে নেয় এবং অ্যান্টিফ্ল্যামেটরি উপাদানের জন্য ব্রণর সমস্যাতেও সাহায্য করে। শুধুমাত্র এক টেবিল চামচ ওটমিল এবং তাতে চিনি মিশিয়ে নিলেই খুব ভালো স্ক্রাবার তৈরি হয়ে যাবে। চাইলে এই পেস্টে সামান্য অলিভ অয়েল অথবা মধুও যোগ করা যায়। পুরো মুখে প্যাকটি লাগিয়ে ধুয়ে ফেলার আগে আলতো করে স্ক্রাব করে নিতে হবে।
হলুদ ও চিনির স্ক্রাব
ত্বকের জন্য হলুদও একটি ম্যাজিক উপাদান। এটি ত্বক থেকে ট্যান দূর করতে, ব্রণ কমাতে, ডার্ক সার্কল কম করতে, এমনকী মরা কোষ সরাতে সাহায্য করে। এক টেবিল চামচ হলুদের গুঁড়োর সঙ্গে এক চা চামচ চিনি ও মধু মিশিয়ে মুখে লাগিয়ে রাখতে হবে। এর পর ২০ মিনিট রেখে মুখ থেকে হলুদভাব কাটাতে ঈষৎ উষ্ণ গরম জলে মুখ ধুয়ে নিতে হবে।
আরও পড়ুন : সর্দিকাশির সঙ্গে জব্দ হয় অ্যানিমিয়া ও মাউথ আলসারও,বাচ্চাকে তালমিছরি খাওয়াতে ভুলবেন না
টম্যাটো ও চিনির স্ক্রাব
খুব সহজেই টম্যাটো ও চিনি দিয়ে স্ক্রাব তৈরি করে নেওয়া যায়। শুধুমাত্র একটি টম্যাটো অর্ধেক কেটে তার উপর চিনি ছড়িয়ে দিয়ে আস্তে আস্তে মুখে স্ক্রাব করা যায়। তবে খুব ধীরে ধীরে স্ক্রাব করতে হবে, নয় তো চিনির জন্য ত্বকে দাগ হয়ে যেতে পারে। সামান্য কিছুক্ষণ রেখে জল দিয়ে ধুয়ে ময়শ্চারাইজার লাগিয়ে নিতে হবে।
দই ও চিনির স্ক্রাব
দই একটি প্রাকৃতিক ময়শ্চারাইজার যা বলিরেখা ও ব্রণ কমাতে সাহায্য করে। শুধু এক টেবিল চামচ দই, এক চামচ চিনি এবং কয়েক ফোঁটা মধু মিশিয়ে মুখে লাগাতে হবে। শুকিয়ে গেলে ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে অবশ্যই ময়শ্চারাইজার লাগিয়ে নিতে হবে।
মধু ও চিনির স্ক্রাব
মধু হল একটি প্রাকৃতিক অ্যান্টি-অক্সিড্যান্ট এবং এর অ্যান্টিফ্ল্যামেটরি উপাদানের জন্য তা ব্রণ কমাতেও সাহায্য করে। এক টেবিল চামচ মধু এবং এক চা চামচ চিনি মিশিয়ে মুখে ২০-৩০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে নিতে হবে।
আমন্ড অয়েল ও চিনির স্ক্রাব
মুখের ফোলাভাব কমাতে আমন্ড অয়েল খুব ভাল কাজ করে এবং ত্বকেও উজ্জ্বলতাও বাড়ায়। এক টেবিল চামচ আমন্ড অয়েলের সঙ্গে এক চা চামচ চিনি মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে। চাইলে সামান্য মধুও দেওয়া যায়। মিশ্রণটি মুখে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলার আগে আস্তে আস্তে স্ক্রাব করতে হবে।