কোচবিহারের এক খাঁটি বাঙালি রেস্তোরাঁয় সম্পূর্ন বাঙালিয়ানা মেনে তৈরি করা হচ্ছে এই রেসিপি। তবে এই সুস্বাদু খবর কিন্তু ছোট থেকে বড় সকলেই খেতে পারবে। এতে কিন্তু কোন ঝাল দেওয়া হয় না। তাই ছোটদের খেতে কোন সমস্যা থাকবে না
আরও পড়ুনMilk: দুধ খান যখন-তখন, এই নিয়ম মেনে খেলে গ্যাস অম্বলের চান্সই নেই!
advertisement
রেস্তোরাঁর কর্ণধার সুব্রত দত্ত জানান, “সাধারণ ভাবে বাসন্তী পোলাও, লাচ্ছা পরোটা, মেথি পরোটা, বাটার নান এই সকল খাবার দিয়ে খাওয়া যায় এটি। তবে বসন্তের বাসন্তী পোলাওয়ের সঙ্গে এই সুস্বাদু খাবার বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। যারা আসছেন রেস্তোরাঁয় খাবার খেতে। সকলেই এই রেসিপি টেস্ট করছেন, এবং প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছেন। তবে সুস্বাদু এই রেসিপি তৈরি হয় একেবারেই সাধারণ পদ্ধতিতে। পুরাতন ঢাকার গলিতে যেধরণের সুস্বাদু পনির বিক্রি হতে দেখা যায়। ঠিক একই রকম স্বাদের এই পনিরের রেসিপি। মূলত ভাল মানের পনির, কাজু বাটা, চারমোগজ বাটা, কাসুরি মেথি, ফ্রেস ক্রিম আরও বেশ কিছু বিশেষ মশলা দিয়ে তৈরি হচ্ছে এই রেসিপি।”
তিনি আরও জানান, “সব মিলিয়ে বসন্তের রঙের উৎসবের আগে থেকেই জনপ্রিয়তা বাড়ছে এই রেসিপির। তবে দোলের সপ্তাহে এই চাহিদা বেশি রয়েছে। যারা নিজেদের পরিবার কিংবা আপনজনকে নিয়ে ঘুরতে বেরোচ্ছেন। তাঁরা সকলেই এই রেসিপি পছন্দের তালিকায় রাখছেন। মাত্র ১৫০ টাকা প্রতি প্লেট দামে মোট ৮পিস পনির দেওয়া হচ্ছে। তবে পনিরের পিস কিছু একেবারেই ছোট নয়। পর্যাপ্ত পরিমাণে সাইজের পিস দেওয়া হচ্ছে এতে।” জেলা কোচবিহারে বর্তমান সময়ে বেশ অনেকটাই চাহিদায় রয়েছে এই রেসিপি। ওপার বাংলার এই অসাধারণ সুস্বাদু রেসিপি বেশ জনপ্রিয় কোচবিহারের খাদ্য রসিকদের মধ্যে।
Sarthak Pandit