যায় না বলেই শেষ পর্যন্ত গুরু বা শিক্ষক-শিক্ষিকার কাছে শ্রদ্ধা ছাড়া আমাদের আর কিছু দেওয়ার থাকে না। শিক্ষক দিবসের এই দুর্লভ মুহূর্তের উদযাপনে সঙ্গে থাক এমন কিছু বার্তা এবং উদ্ধৃতি যার আদান-প্রদানে একই সঙ্গে শিক্ষক এবং ছাত্রের দিন উজ্জ্বল, মধুর হয়ে উঠবে।
প্রিয় শিক্ষক-শিক্ষিকাকে ইচ্ছা হলে পাঠানো যায় এই শুভেচ্ছাবার্তাগুলো-
advertisement
১. শুধু শিক্ষকই নন, আপনি একই সঙ্গে আমাদের বন্ধু, জীবনদর্শনবেত্তা, পথপ্রদর্শক। আপনার মধ্যে খুঁজে পেয়েছি এই সবক'টি দিক। শিক্ষক দিবসে আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম জানাই।
২. আমার প্রিয় শিক্ষক/শিক্ষিকাকে জানাই আন্তরিক শ্রদ্ধা। আপনার ধৈর্যে, যত্নে, ভাগ করে নেওয়া প্রতিটি শব্দে আমার জীবনবোধ গড়ে উঠেছে। শিক্ষক দিবসে আমার প্রণাম নেবেন।
৩. আজ শিক্ষক দিবসে সারা বিশ্বের সেই সব শিক্ষক-শিক্ষিকার উদ্দেশে প্রণাম জানাই যাঁদের শিক্ষাদানে দেশ ও জাতি গড়ে উঠেছে- তাঁরা না থাকলে এই পৃথিবীর আঁধার কাটত না।
৪. আপনার জন্যই আমি প্রশ্ন করতে শিখেছি, বিস্মিত হয়েছি তথ্যসূত্রে, গড়ে উঠেছে আমার চিন্তা ও মননের দুনিয়া। এই শিক্ষক দিবসে তাই আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম জানাই।
৫. আপনার প্রতিভা বহুধা বিস্তৃত! শুধু শিক্ষক তো আপনি নন, একই সঙ্গে আপনি জীবনবোধের প্রতিমা, অভিভাবকও- আপনার গুণের এই তালিকা শেষ হওয়ার নয়। শিক্ষক দিবসে আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম নেবেন।
আর যদি বিখ্যাত কোনও ব্যক্তির উদ্ধৃতি পাঠাতে হয়, তবে নিচের তালিকা কাজে আসতে পারে-
১. আমরা যেন ভুলে না যাই- একটা খাতা, একটা কলম, একটি শিশু আর একজন শিক্ষকই এই পৃথিবীর বদলের জন্য যথেষ্ট: মালালা ইউসুফজাই (Malala Yousafzai)
২. ভাল কোনও কাজ হোক বা ভাল কোনও কবিতা- শিক্ষকই আমাদের তা উপভোগ করতে শেখান। আমাদের মস্তিষ্কে তিনিই সারিবদ্ধভাবে বপন করেন সাধারণ জ্ঞান, তাদের চিনতেও শেখান নামে এবং আকারে: জোহান উলফগ্যাং ভন গ্যেটে (Johann Wolfgang von Goethe)
৩. দেশকে যদি দুর্নীতিমুক্ত করতে হয়, যদি দেশবাসীর মন করে তুলতে হয় সুখময়, তাহলে কেবল তিন সামাজিক সদস্যের অনুদান প্রয়োজন- মা, বাবা এবং শিক্ষক: ড. এপিজে আবদুল কালাম (Dr APJ Abdul Kalam)
৪. যাঁরা জানেন, তাঁরা কেবল কাজ করে ক্ষান্ত হন। কিন্তু যাঁরা উপলব্ধি করতে পারেন, তাঁরাই শিক্ষা দেন: অ্যারিস্টটল (Aristotle)
৫. আদর্শ শিক্ষকের কাজই হল প্রতিটি শিক্ষার্থীকে তাদের জীবনীশক্তি সম্পর্কে সচেতন করে তোলা: জোসেফ ক্যাম্পবেল (Joseph Campbell)
৬. শিক্ষকতা এমনই এক মহতী জীবিকা যা ব্যক্তির চরিত্র, আত্মশক্তি এবং ভবিষ্যতের রূপরেখা তৈরি করে। কেউ যদি আমায় ভাল কজন শিক্ষক হিসেবেও মনে রাখেন, আমার পক্ষে এর চেয়ে বেশি সম্মানের আর কিছুই নয়: ড. এপিজে আবদুল কালাম (Dr APJ Abdul Kalam)
আরও পড়ুন: ভিড়ের মাঝে সবার মনোযোগ কেড়ে নিতে চান? এভাবে কথা বলা অভ্যাস করুন
৭. একজন প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি তাঁর শিক্ষক যা শিখিয়েছেন, তাকে কাটাছেঁড়া করে, উপলব্ধি করেই জ্ঞান লাভ করতে পারে; শিক্ষা ছাড়া জ্ঞানলাভের অন্য পথ নেই: গৌতম বুদ্ধ (Gautam Buddha)
৮. প্রতি গৃহই একেকটি বিশ্ববিদ্যালয়, মা-বাবাই জীবনের সেরা শিক্ষক: মহাত্মা গান্ধি (Mahatma Gandhi)
আরও পড়ুন: সম্পর্কে গালিগালাজ কি স্বাস্থের পক্ষে ভাল? কী বলছে গবেষণা...
৯. শিক্ষকের মহত্তর কাজটিই হল জ্ঞান এবং সৃজনশীল অনুভূতির মধ্যে যে আনন্দ নিহিত তা শিক্ষার্থীর মনে সঞ্চার করা: অ্যালবার্ট আইনস্টাইন (Albert Einstein)
১০. শিক্ষাই মানুষ হওয়ার সোপান রচনা করে: স্বামী বিবেকানন্দ (Swami Vivekananda)