TRENDING:

ত্বকের দাগ-ছোপে নাজেহাল? সুন্দর ও আকর্ষণীয় ত্বক পাবেন সহজেই, জেনে নিন কিছু ঘরোয়া টোটকা

Last Updated:

পরিষ্কার এবং উজ্জ্বল ত্বক কে না চায়। কিন্তু, ত্বকে কালো দাগ দেখা দিলে তা থেকে সহজে মুক্তি পাওয়া যায় না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পরিষ্কার এবং উজ্জ্বল ত্বক কে না চায়। কিন্তু, ত্বকে কালো দাগ দেখা দিলে তা থেকে সহজে মুক্তি পাওয়া যায় না। ত্বকে কালো দাগ হওয়ার অনেক কারণ হতে পারে। যেমন  সূর্যের আলো, ধুলোবালির প্রভাবে বা হরমোনের ভারসাম্যহীনতার কারণেও পিগমেন্টেশন দেখা দিতে পারে। তবে কিছু ঘরোয়া উপায় মানলে সহজেই ত্বকের কালো দাগ থেকে মুক্তি পাওয়া যেতে পারে। আসুন জেনে নেওয়া যাক ত্বকের পিগমেন্টেশন কীভাবে দূর করবেন-
advertisement

লেবু ও দই- মুখের কালো দাগ দূর করতে লেবু ও দইয়ের ফেস মাস্ক লাগাতে পারেন। এই ফেসপ্যাকটি তৈরি করতে ২ চামচ দইয়ের সঙ্গে এক চামচ লেবুর রস মেশাতে পারেন। এই ফেসপ্যাকটি ১৫ থেকে ২০ মিনিট মুখে লাগিয়ে রেখে ধুয়ে ফেলতে হবে। এটি ত্বকে ব্লিচের মতো কাজ করবে, এবং মুখের কালো দাগ ছোপ সহজেই দূর করবে।

advertisement

আরও পড়ুন: ছেলেদের এই অভ্যাস মেয়েরা একদমই পছন্দ করেন না, সম্পর্ক ভাল রাখতে মেনে চলুন এই টিপস

টমেটো- ত্বকের কালো দাগ দূর করতে  টমেটো নিয়ে পিষে নিয়ে মুখে লাগাতে পারেন। মুখে টমেটোর পাল্প ১৫ মিনিট রাখার পর ধুয়ে ফেলতে হবে। এই ফেসমাস্ক মুখের কালো দাগ সহজেই দূর করবে।

advertisement

আরও পড়ুন: নিমেষেই মিলবে গোলাপি আভা! উজ্জ্বল ও চকচকে ত্বক পেতে আজ থেকেই ব্যবহার করুন এই উপাদান

মধু ও হলুদ-  ১ চামচ মধুতে ২ চিমটি হলুদ মিশিয়ে নিতে হবে। মধু ও হলুদ মিশিয়ে মুখে লাগাতে হবে এবং ১০ মিনিট পর মুখ ধুয়ে ফেলতে হবে। মধু ও হলুদের গুণে ত্বকও হয়ে উঠবে কোমল । মুখের কালো দাগ দূর করতে আলু প্রাকৃতিক ব্লিচ হিসাবে প্রয়োগ করা যেতে পারে।

advertisement

আলুর রস- আলুকে পাতলা করে কেটে মুখে ঘষতে হবে অথবা তুলোর মধ্যে আলুর রস নিয়ে মুখে লাগানো যেতে পারে। এতে সহজেই মুখের দাগ ছোপ দূর করা যাবে।

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ত্বকের দাগ-ছোপে নাজেহাল? সুন্দর ও আকর্ষণীয় ত্বক পাবেন সহজেই, জেনে নিন কিছু ঘরোয়া টোটকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল