ইউক্যালিপটাস তেল- মশা তাড়াতে ইউক্যালিপটাস তেল খুবই উপকারী। ইউক্যালিপটাস তেলে কয়েক ফোঁটা লেবুর রস মেশাতে হবে । এই মিশ্রণ গায়ে মেখে রাখলে এর গন্ধ৩ ঘন্টা মশা থেকে দূরে রাখবে।
আরও পড়ুন: সাবধান! অল্প ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক, হৃদয় সুস্থ রাখতে কী কী করবেন জেনে নিন
advertisement
কফি পাউডার- মশা তাড়াতে অত্যন্ত সাহায্য করে কফি পাউডার। বাড়ির আশেপাশে কোথাও জল দাঁড়িয়ে থাকলে তাতে সামান্য কফি পাউডার ছিটিয়ে দিতে হবে। এতে করে মশার লার্ভা বৃদ্ধি পাবে না। শুধু তাই নয়, মশা তাড়াতে চাইলে খালি ডিমের ট্রে এক চামচ কফি রেখে পুড়িয়ে ফেলতে হবে। এর গন্ধে সব মশা পালিয়ে যাবে।
রসুন- রসুনের পেস্ট করে তা এক গ্লাস জলে ভাল করে ফুটিয়ে নিতে হবে। জল ফুটে উঠলে তা ঠান্ডা করে স্প্রে বোতলে রেখে দিতে হবে। এবার এই জল ঘরে ছিটিয়ে দিন। এতে করে সব মশা পালিয়ে যাবে।
লবঙ্গ ও লেবু- মশা তাড়াতে লেবু ও লবঙ্গ ব্যবহার করা যেতে পারে। মশা তাড়াতে প্রথমে একটি লেবু পাতলা করে কেটে তাতে ৪-৫টি লবঙ্গ দিয়ে ঘরের কোণায় রেখে দিন। এর গন্ধে সব মশা পালিয়ে যাবে।
আপেল সাইডার ভিনিগার- আপেল সাইডার ভিনেগারের সাহায্যে সহজেই মশা তাড়াতে পারেন। এর জন্য একটি স্প্রে বোতল নিন এবং তাতে অর্ধেক জল এবং অর্ধেক আপেল সাইডার ভিনেগার মিশিয়ে নিতে হবে। এই উপাদান কাপড় এবং শরীরে ছিটিয়ে দিলে মশা আপনার কাছেও আসবে না।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।