TRENDING:

কিছু খেলেই বদহজমে ভোগেন? এই ঘরোয়া টিপস মানলে নিমেষেই উপশম মিলবে

Last Updated:

কিছু ঘরোয়া উপাদানই বদহজম থেকে বাঁচাতে পারে অনায়াসেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অযথা বদহজমে ভুগছেন? কিছু খেলেই গলা জ্বালা করে ? যখন তখন বদহজমে ভোগেন এরকম মানুষের সংখ্যা কম নেই। কিছু খেলেই অম্বলের সমস্যা হতে থাকে অনেকের। কিন্তু কিছু ঘরোয়া উপাদানই বদহজম থেকে বাঁচাতে পারে অনায়াসেই।
advertisement

আসুন জানা যাক বদহজম কমাতে পারে এমন কিছু উপাদানের নাম-

টকদই- টকদইয়ে থাকা প্রোবায়োটিক। প্রোবায়োটিক হল ভাল ব্যাকটেরিয়া যা হজমে সাহায্য করে। তাই বদ হজমে ভুগলে টকদই খাওয়া যেতেই পারে।

আরও পড়ুন:  অকারণ দুশ্চিন্তা করেন? অজান্তেই নিজের অনেক বড় ক্ষতি করছেন, পড়ুন

মৌরি - খাবারের শেষ পাতে মৌরি খেতে ভাল বাসেন এরকম মানুষের সংখ্যা কম নেই। কিন্তু জানেন কী? মৌরি শুধু মুখের স্বাদ পরিবর্তন করে না । খাবার হজম করাতেও মৌরির ক্ষমতা অতুলনীয়। তাই খাবার পরে মৌরি খেলে বদহজমের সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে।

advertisement

চিয়া বীজ- চিয়া বীজে আছে প্রোবায়োটিক। যা হজমে সাহায্য করে।

পেপে- পেপেতে আছে প্যাপাইন যা একটি এনজাইম হিসেবে কাজ করে। এই এনজাইম হজমের সমস্যাতো দূর করেই তার সঙ্গে পেটের নানা সমস্যা থেকে মুক্তি দিতে পারে।

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
কিছু খেলেই বদহজমে ভোগেন? এই ঘরোয়া টিপস মানলে নিমেষেই উপশম মিলবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল