ত্বক সুস্থ রাখতে বিটের খোসা ব্যবহার করা যেতেই পারে। মুখে তাৎক্ষণিক উজ্জ্বলতা আনার পাশাপাশি গোলাপী আভা আনতে বিট ব্যবহার করা যেতেই পারে।আসুন জেনে নেওয়া যাক ত্বকের যত্নে বিটের খোসা কীভাবে ব্যবহার করবেন-
মুখের মৃত ত্বকের কোষ থেকে মুক্তি পেতে, বিটের খোসার ফেসপ্যাক লাগানো যেতে পারে। এক্ষেত্রে বিটের খোসা ধুয়ে জলে ভিজিয়ে রাখতে হবে। এবার জলের রং পরিবর্তন করার পর আলাদাভাবে ফিল্টার করতে হবে। এরপর জলে লেবুর রস মিশিয়ে মুখে লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করতে হবে। এবার আধা ঘণ্টা পর পরিষ্কার জল দিয়ে দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। এতে আপনার ত্বক উজ্জ্বল ও উজ্জ্বল হবে ।
advertisement
আরও পড়ুন: দামি মধুও ভেজাল হতে পারে! বিশুদ্ধতা পরীক্ষা করতে মানুন এই সহজ টিপস
বিটরুট লিপ স্ক্রাব- ঠোঁটকে নরম ও গোলাপি করতে বিটরুটের খোসার তৈরি স্ক্রাব ব্যবহার করে দেখতে পারেন। এক্ষেত্রে বিটরুটের খোসা কুঁচি করে তাতে চিনি মেশাতে হবে। এবার এই মিশ্রণটি ঠোঁটে লাগিয়ে স্ক্রাব করতে হবে। এতে ঠোঁটের ত্বকের মৃত কোষ দূর হবে। এর পাশাপাশি আপনার ঠোঁট গোলাপি ও চকচকে দেখাবে।
এছাড়াও বিটের খোসা দিয়ে ঘরে তৈরি প্রাকৃতিক টোনার তৈরি করতে পারেন। এটি করতে রাতে ঘুমানোর আগে বিটের খোসা জলে ভিজিয়ে রাখতে হবে। এখন সকালে ঘুম থেকে ওঠার পর এই জল ফিল্টার করে একটি স্প্রে বোতলে ভরে নিতে হবে। নিয়মিত মুখ ধোয়ার পর মুখে বিটের খোসা দিয়ে তৈরি টোনার স্প্রে করুন। এতে আপনার মুখ উজ্জ্বল ও সতেজ দেখাবে।