আরও পড়ুন- অকালে হু হু করে পেকে যাচ্ছে চুল! ঘরোয়া টোটকাতেই থামবে চুল পাকার যন্ত্রণা
বেছে নিতে হবে উজ্জ্বল রঙ
কালো রঙ মোটামুটি সব মহিলারাই পছন্দ করেন। কিন্তু যাঁরা রোগা-পাতলা (Fashion Tips) তাঁদের এরকম ঘন রঙ পরলে আরও রোগা দেখাবে। তার চেয়ে ভালো হয় অন্য কোনও উজ্জ্বল রঙ বেছে নিলে, এতে খুব একটা রোগা দেখাবে না।
advertisement
বডি ফিটিং পোশাক এড়িয়ে চলা দরকার
এটা কেন বলা হচ্ছে আশা করি বুঝিয়ে বলার দরকার নেই। বডিকন পরলে শারীরিক আকার আরও স্পষ্ট করে বোঝা যাবে এবং চেহারার পাতলা অবয়ব ফুটে উঠবে। তাই এই জাতীয় পোশাক এড়িয়ে চলাই ভালো।
সঠিক ফ্যাব্রিক বেছে নিতে হবে
রেডিমেড হোক বা কাপড় কিনে পোশাক তৈরি হোক, পোশাকের ফ্যাব্রিক বাছার সময় সচেতন থাকতে হবে। কারণ অনেক সময় ফ্যাব্রিক ভুল নির্বাচন হলে আরও রোগা দেখাতে পারে। যাঁরা পাতলা চেহারার তাঁদের সব সময় একটু মোটা ফ্যাব্রিক (Fashion Tips) বেছে নেওয়া ভালো। এতে শরীরের কার্ভস বোঝা গেলেও বেশি রোগা বলে মনে হবে না।
উল্লম্ব বা ভারটিকাল স্ট্রাইপ এড়িয়ে চলতে হবে
যদি স্ট্রাইপ দেওয়া পোশাক পরতে ইচ্ছে হয় তাহলে উল্লম্ব স্ট্রাইপ রোগা মানুষদের এড়িয়ে চলাই ভালো। কারণ উল্লম্ব স্ট্রাইপ দেখলে ভিজুয়াল ইলিউশন হবে এবং যিনি এটা পরবেন তাঁকে আরও রোগা দেখাবে। তবে স্ট্রাইপ একান্ত পছন্দ হলে আনুভূমিক বা হরাইজনটাল স্ট্রাইপ পরা যেতে পারে।
আরও পড়ুন- আজ সাইবার সেন্সরশিপ বিরোধী দিবস, ফেসবুক, ট্যুইটার এমনকী গুগলও নিষিদ্ধ এই সব দেশে
লেয়ার দেওয়া পোশাক
লেয়ার বা স্তর দেওয়া পোশাক পরলেও কম রোগা দেখায়। সালওয়ারের উপর শ্রাগ বা টি শার্টের উপর লম্বা হাতা শার্ট পরা যায়।
স্কিনি জিনস এড়িয়ে চলতে হবে
পা সরু হলে স্কিনি জিনস নয়, পরতে হবে স্ট্রেইট কাট, ছড়ানো বা বুট কাট জিনস।
ছড়ানো সিলুয়েট
বক্সির বদলে ছড়ানো সিলুয়েট রোগাদের জন্য আদর্শ। যেমন পেনসিল স্কার্টের বদলে ছড়ানো মিডি স্কার্ট এঁদের বেশি মানাবে।
প্রিন্ট করা পোশাক
খুব ঘন বা জংলা প্রিন্ট এবং ঘন প্যাটার্ন আঁকা টপ পরলে অনেক কম রোগা দেখায়। এছাড়া যাঁরা দেখছেন তাঁদের জন্য একটি বিভ্রম তৈরি করতে র্যাপড নেকলাইন, রাফলস, নট দেওয়া পোশাক এগুলোও পরা যেতে পারে।