আরও পড়ুন: ঠোঁট কিন্তু সহজেই বলে দেবে মানুষটি কেমন! কী ভাবে বুঝবেন? জেনে নিন...
অ্যাকটিভ চারকোল কী এবং এটি ত্বকের জন্য কেন প্রয়োজন?
অ্যাকটিভ চারকোল (Skin Care with Charcoal) ত্বকের ছিদ্র পরিষ্কার করে ত্বকের সামঞ্জস্য রক্ষা করে। অ্যাকটিভেটেড চারকোল ফেস স্ক্রাব, মাস্ক, ফেস ওয়াশ এবং সাবানে ব্যবহার করা হয়। ত্বকের (Skin Care Tips) ছিদ্র ধুলো-ময়লা ও সেবাম জমে বন্ধ হয়ে যেতে পারে। তখন ত্বকে নানা সমস্যা দেখা দেয়।
advertisement
ত্বকের ছিদ্র কাকে বলে?
ছিদ্র হল ত্বকের ক্ষুদ্র পকেট যা মূলত শরীর থেকে বিভিন্ন ক্ষরণ বের করার পথ। ত্বকের ছিদ্র বন্ধ হয়ে গেলে ব্রন, ব্রেক আউট, তৈলাক্ত ত্বকের সমস্যা হতে পারে।
আরও পড়ুন: ঘোড়ায় চড়ে আসছে বর! দেখেই যা করে বসলেন কনে, নেটদুনিয়া মাত করল ভাইরাল ভিডিও
কী ভাবে সক্রিয় চারকোল কাজ করে?
ত্বকের ছিদ্রগুলি (Skin Care Tips) পরিষ্কার করে বন্ধ করে সংক্রমণ এবং ব্রন কমাতে সাহায্য করে।
ব্রন এবং ব্রেক আউটগুলি কম করে
ত্বক পরিষ্কার করে এই চারকোল ব্রন কম করে, রুখে দেয় ব্রেক আউটের সমস্যাও।
ত্বকের এক্সফোলিয়েটিং
অ্যাকটিভেটেড চারকোলে (Skin Care with Charcoal) থাকা কণা ত্বকের মৃত কোষগুলিকে স্ক্রাব করতে সাহায্য করে, যা একটি টোনড ও সতেজ ত্বক তৈরি করে।
আরও পড়ুন: মুখে ফোটাবে হাসি! সবচেয়ে দামী মিষ্টি কাঁপাচ্ছে বাজার, সুপার ভাইরাল...
ত্বকে তেলের ভারসাম্য রক্ষা করে
অ্যাকটিভ চারকোলে (Skin Care with Charcoal) এমন কিছু বৈশিষ্ট্য আছে যা এটিকে তৈলাক্ত ত্বকের জন্য আদর্শ করে তোলে (যেহেতু এটি ত্বক থেকে অতিরিক্ত তেল দূর করে), এটি আসলে ত্বকে আর্দ্রতার ভারসাম্য বজায় রাখতেও কাজ করে, এমনকী ত্বক শুষ্ক হলেও সমান কাজ দেয়! যদি এই অ্যাকটিভ চারকোলের সঙ্গে অ্যালো ভেরার মতো উপাদান যোগ করা যায় তাহলে এটি দ্বিগুণ ভালো ভাবে কাজ করে। প্রয়োজন হলে অ্যাকটিভ চারকোল নিয়ে তার সঙ্গে অ্যালো ভেরা জেল মিশিয়ে মাখা যায়।
ত্বকের টোনকে ডিটক্সিফাই করে এবং ত্বকে সামঞ্জস্য নিয়ে আসে
অ্যাকটিভেটেড চারকোল শুধু ত্বককে পরিষ্কার করে না, এটি ত্বক উজ্জ্বল করে এবং তার মেয়াদ থাকে দীর্ঘ কাল ধরে। এই উপাদানটির নিয়মিত ব্যবহার প্যাচযুক্ত ত্বক, বা একটি অসম ত্বকের সমস্যা দূর করতে পারে। অর্থাৎ ত্বকের বিভিন্ন অংশে যে বিভিন্ন রঙ দেখা যায় সেটির সমাধান করতে পারে এই অ্যাকটিভ চারকোল। এটি ত্বকের প্যাচ দূর করে ত্বক টোন করে।