বেশ কিছুদিন আগে এই সৌন্দর্যের রহস্য উন্মোচন করেছিলেন নিজেই। জ্যাকলিনের ত্বক রীতিমতো তৈলাক্ত। আর এ কথা প্রায় সকলেই জানেন তৈলাক্ত ত্বকের যেমন কিছু সমস্যা রয়েছে, তেমনই রয়েছে ভাল দিকও। জ্যাকলিনের পেলব ত্বকের রহস্য কিন্তু লুকিয়ে রয়েছে এই তৈলাক্ত ত্বকেই। তা বলে কি সমস্যার মুখে পড়েন না? অবশ্যই পড়েন। জ্যাকলিনের ত্বকেও দেখা দেয় ব্রণ। কিন্তু সে সব তিনি সামলে নেন স্বপ্রতিভ ভাবেই।
advertisement
আরও পড়ুন: একের পর এক দোকানে চুরি, সিসিটিভিতেও ধরা পড়ছে না চোর! হুগলিতে চাঞ্চল্য
দেখে নেওয়া যাক ঠিক কী কী করেন জ্যাকলিন—
অ্যাপল সিডার ভিনিগার:
পিম্পল দূর করতে অ্যাপল সিডার ভিনিগারের উপরেই ভরসা করেন নায়িকা। দুই টেবল চামচ আপেল সিডার ভিনিগার এবং এক কাপ বিশুদ্ধ জল মিশিয়ে একটি স্প্রে বোতলে রাখা যেতে পারে। পিম্পল, অ্যাকনে থাকলে সেখানে স্প্রে করা যায়। না হলে ওই মিশ্রণে তুলো ভিজিয়েও ব্যবহার করা যায়।
আরও পড়ুন: বড়দিনে-বর্ষশেষে সারারাত পার্টি? সাবধান, হলিডে-হার্ট সিন্ড্রোমে হতে পারে মৃত্যু!
ভিটামিন সি:
জ্যাকলিন জানান, তৈলাক্ত ত্বক পরিষ্কার করা খুব জরুরি। তিনি দিনে অন্তত দু’বার মুখ পরিষ্কার করে খুব হালকা ময়েশ্চারাইজার ব্যববহার করেন। সঙ্গে থাকে ভিটামিন সি। তা যেমন খাদ্য তালিকায়। তেমনই ত্বকে ব্যবহারের জন্যও।
যোগ ব্যায়াম:
উজ্জ্বল ত্বকের চাবিকাঠি হিসেবে জ্যাকলিন যোগাভ্যাসের কথা বলেন। সেই সঙ্গে নিয়মিত পর্যাপ্ত জল পান করাও দরকার।
সানস্ক্রিন:
সানস্ক্রিন খুবই জরুরি পণ্য। জ্যাকলিনের মতো অভিনেত্রী যে তা ভুলে যাবেন একেবারেই তা হতে পারে না। বরং জ্যাকলিন সানস্ক্রিন ব্যবহার করেন অ্যাকনের চিকিৎসাতেও। সানস্ক্রিন ত্বক কালো হওয়া থেকে রক্ষা করতে পারে।
মুখ ধোয়ার পর:
মুখ পরিষ্কার করার পর বরফ ঘষে খুব ভাল টোনার ব্যবহার করেন জ্যাকলিন। এতে রোমকূপের মুখগুলি বন্ধ হয়ে যায়।
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)