তবে অনেকের তো পারিবারিক জীবন রয়েছে। পারিবারিক জীবন স্ত্রী ছেলে-মেয়ে মা-বাবা সবাই থাকে। তবে ধরুন কোনওএক কারণেবাড়িতেরান্নাহলনা।সেক্ষেত্রে কি করবেন?
তাহলে আর চিন্তার কোনও কারণ নেই। একদমপৌঁছে যান সেকেন্ড ওয়াইফের কাছে। কি শুনে অবাক হচ্ছেন! না না সেকেন্ড ওয়াইফ বলতে আপনার দ্বিতীয় স্ত্রীকে বোঝাচ্ছে না এখানে। বীরভূমের সদর শহর সিউড়ি আর সেই সিউড়ি থেকে সাঁইথিয়া যাওয়ার পথেই আপনার নজরে আসবে সেকেন্ড ওয়াইফ হোটেল এন্ড রেস্টুরেন্ট। সেখানে গিয়ে দুপুরের খাবার সেরে নিতে পারবেন। তবে এতনাম থাকতে হঠাৎ ‘সেকেন্ড ওয়াইফ হোটেল এন্ড রেস্টুরেন্ট’ এর নাম দেওয়ার পেছনে কী কারণরয়েছে হোটেল মালিকের? প্রশ্নটা হয়তজাগতে পারে সবার মধ্যে।
advertisement
আরও পড়ুন – IMD Weather Update: ধেয়ে আসছে ঘোর দুর্যোগ, জেলায় জেলায় বৃষ্টি, সতর্ক হন
তবে এই বিষয়ে হোটেল মালিক মনোরঞ্জন দাস আমাদের জানান “হোটেলের নাম দেওয়ার কারণ মূলত পরিচিতির জন্য। দোকান খোলার সময় হঠাৎ মাথাতে আসে এই নাম। আর তারপরেই লোকের কাছে পরিচিতি পাওয়ার জন্য হোটেলের এমন নাম রাখা হয়েছে। তবে সেকেন্ড ওয়াইফ মানে এই নয় যে এটা তার দ্বিতীয় স্ত্রীর দোকান।” অনেকে বিভিন্ন ধরনের নাম দিয়ে থাকেন হোটেলের। তবে এই এক ভিন্ন ধরনের নাম শুনলে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ বাড়বে বলে মূলত এই নাম দেওয়ার কারণ। ২০২০ সাল থেকে টানা চার বছর ধরে সিউড়ি সাঁইথিয়ার পথে দত্তপুকুর মোড়ে রাস্তার ধারে তার এই দোকান চালিয়ে যাচ্ছেন রমরমিয়ে।
তার এই হোটেলে দুপুরে খাবারের মধ্যে পেয়ে যাবেন সবজি ভাত মাত্র ৩৫ টাকা,ডিম ভাত ৪০ টাকা,মাছ ভাত ৫০ টাকা,চিকেন ভাত ৫৫ টাকা ১ পিস চিকেন দিয়ে, মটন ভাত ৮০ টাকা ১ পিস মাটন দিয়ে। সবজি ভাতের মধ্যে থাকবে ভাত,ডাল,দু’রকম সবজি,যে কোনও ধরনের ভাজা,চাটনি তার সঙ্গেপাপড়। তবে এবার বীরভূমের সদর শহর সিউড়ি থেকে সাইথিয়া নন্দীকেশ্বরী তলা মন্দিরে যাওয়ার পথে এই হোটেলের দেখা পেলে একবার দাঁড়িয়ে সেই হোটেলের খাবারের স্বাদ অনুভব করতেই পারেন।
Souvik Roy