# যে পোশাক পরছেন, তার প্রিন্ট নিয়ে প্রথম থেকেই সচেতন ও সতর্ক থাকুন ৷ যদি রোগা দেখাতে হয়, তাহলে ছোট ছোট প্রিন্ট আছে, এমন পোশাক বেছে নিন ৷ পোশাকে ছোট প্রিন্ট থাকলে মেদবহুল চেহারাকে কিছুটা রোগা লাগে আপাতভাবে ৷ পোশাক কেনার সময়েও বিষয়টি মনে রাখুন ৷
# এখন বিভিন্ন ধরনের শেপওয়্যার বা বডিশেপার কিনতে পাওয়া যায় ৷ সেগুলি কিনে পোশাকের নীচে পরুন ৷ বিশেষ করে ভুড়ির সমস্যা থাকলে এতে বিসদৃশ ভাব দূর হবে ৷
advertisement
আরও পড়ুন : পুজোয় খাওয়া দাওয়ার অনিয়মের পরও কী করে সুস্থ রাখবেন নিজেকে? রইল টিপস
# হাল্কা, স্নিগ্ধ রং পরতে ভালবাসেন? কিন্তু আপনার চেহারা যদি ভারীর দিকে হয়, তাহলে ভালবাসাকে ভুলে থাকতে হবে ৷ বরং বেছে নিতে হবে গাঢ় রং ৷ কারণ গাঢ় রঙে অনেকটা স্লিম লাগে দেখতে ৷
# যদি খুব ভাল করে শাড়ি পরতে পারেন এবং শাড়ি ম্যানেজ করতে পারেন, তাহলেই তাঁতের শাড়ি পরুন ৷ নয়তো ভারী চেহারা হলে সিল্কের শাড়ি পরাই ভাল ৷ তাহলে দেখতে মানানসই লাগবে ৷ তবে খুব ভারী জরির কাজের দিকে না যাওয়াই ভাল ৷ হাল্কা সুতির শাড়ি বা ক্রেপও পরতে পারেন ৷
# ভার্টিক্যাল বা উল্লম্ব স্ট্রাইপ আছে, এমন পোশাকই পরুন ৷ তা হলে রোগা লাগবে দেখতে ৷ হরাইজন্টাল স্ট্রাইপ নৈব নৈব চ ৷
আরও পড়ুন- ব্যস্ততার জীবনের একটু শান্তি খুঁজে নিতে চুপিচুপি চলে আসুন "চুপির চর"
# শাড়ির বদলে ভারতীয় ঘরানার অন্য পোশাক বেছে নিলে পরুন আনারকলি কাট অথবা এ-লাইন কুর্তা ৷ এই দু’ ধরনের কাটিংয়ের পোশাকে রোগা ও লম্বা লাগে ৷ যে পোশাকে ফ্রিল বা কুঁচি আছে, সে সব এড়িয়ে চলাই ভাল ৷
# শাড়ি বা লেহঙ্গা পরলে ব্লাউজ হবে লম্বা হাতা-র ৷ এর ফলে আপনাকে অনেকটা স্লিম দেখতে লাগবে ৷