স্থানীয় শিল্পীরা জানিয়েছেন, মাটির জিনিসকে সুগন্ধির মাধ্যম হিসেবে তুলে ধরার নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। ইদানীং মানুষ পরিবেশবান্ধব পণ্যের প্রতি আগ্রহী হয়ে উঠেছেন। সেই ভাবনা থেকেই সুগন্ধি মাটির সামগ্রীর এই নয়া কনসেপ্ট। কারিগরদের আশা, এই নয়া উদ্ভাবন শুধু তাঁদের জীবিকাই বাড়াবে না, মাটির শিল্পকেও নতুন দিশা দেবে আর পরিবেশবান্ধব জীবনযাপন আরও সহজ করে তুলবে।
advertisement
দামও তুলনামূলক কম হওয়ায় শহর ও গ্রাম, সব জায়গাতেই জনপ্রিয় হয়ে উঠছে এই সুগন্ধি মাটির পণ্য। ইতিমধ্যেই স্থানীয় হস্তশিল্পমেলা, বাজার ও অনলাইন প্ল্যাটফর্মে বাড়ছে এর চাহিদা। প্রস্তুতকারক সংবিদ গোলুই জানান, ”মাটির জিনিসে কয়েক ফোঁটা সুগন্ধি দিলেই ৫-৭ ঘণ্টা ঘর সুগন্ধে ভরে থাকবে। রজনী, গোলাপ, জুঁই-সহ বিভিন্ন রকমের সুগন্ধী রয়েছে। ইচ্ছে হলে সারা দিনে ৬-৮ ঘণ্টা অন্তর সুগন্ধ পরিবর্তন করতে পারেন।”
শিল্পীদের হাতে তৈরি হচ্ছে ছোট ছোট মাটির পাত্র, শো-পিস, দেওয়ালে ঝোলানোর জিনিস। মাটির তৈরি মিনি সুগন্ধি-স্ট্যান্ডের দাম ৫০ থেকে ২৫০ টাকার মধ্যে। প্রতিটি সুগন্ধির জন্য খরচ হবে ৫০ টাকা।





