TRENDING:

‘Rose’ দিবসে প্রেম বাড়ুক গোলাপে !

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রেডি স্টেডি গো ! প্রেম সপ্তাহ শুরু ৷ সপ্তাহের শুরুতেই হাতে গোলাপ আর চোখে প্রেম ৷ ঠোঁটের আগায়, আধো বলা কথা, বেশিটাই না বলা ৷ সেই না বলা কথারই দায়িত্ব নেবে গোলাপ ফুল ৷ মনের মানুষকে কী কী বলবেন ? কটা কথা বলবেন ৷ সবেরই হিসেব রাখবে গোলাপ ৷ কীভাবে ?
advertisement

 ভ্যালেন্টাইনস সপ্তাহ মানেই যে আপনাকে হতে হবে একদম সদ্য প্রেমিক, তা কিন্তু একেবারেই নয় ৷ আপনার প্রেমের বয়স ১ বছর হোক বা ১০ বছর, ‘গোলাপ’ দিবসে রয়েছে সবার বিন্দাস এন্ট্রি ৷ তাই প্রেমের বয়স মাপতে গোলাপকেই বেছে ফেলুন ৷

 যদি প্রেম হয় পাঁচ বছরের তাহলে, পাঁচটি গোলাপ বাছুন নিশ্চিন্তে ৷ বছরের সঙ্গেই বাড়তে থাকুক গোলাপের সংখ্যা ৷ প্রিয় মানুষকে বুঝতে দিন ৷ প্রেমের অতীত, বর্তমান, ভবিষ্যত সবই রয়েছে আপনার মগজে ৷ প্রিয় মানুষকে নিয়ে যে আপনি ফুলপ্রুফ ফিউচার প্ল্যান সেরে ফেলেছেন, তার ইশারা মিলবে এই গোলাপ নির্বাচনেই ৷

advertisement

 গোলাপ দিবসে, নকল গোলাপ একদম নয় ৷ প্রেমের সত্যতা বোঝাতে আসল গোলাপকেই বেছে নিন ৷

 বেলা গড়াতেই আপনার দেওয়া গোলাপ শুকিয়ে এলে, কপালে চিন্তার ভাজ ফেলে, হালকা জল ছিটিয়ে নিন ৷ প্রিয় মানুষকে বুঝিয়ে দিন, প্রেম একঘেয়ে হয়ে গেল রিফ্রেশ বটন আপনার হাতেই ৷

advertisement

 গোলাপ দেওয়ার সময় প্লাস্টিকের মোড়ক দিয়ে নিন ৷ আপনি কতটা কেয়ারিং তার ইশারা পাওয়া যাবে এর থেকেই ৷

সেরা ভিডিও

আরও দেখুন
'এই' ছোট্ট একটি গ্রামে হয় ২৭ টি জগদ্ধাত্রী পুজো, দেখতে হলে যেতে হবে 'নবাবে'র জেলায়
আরও দেখুন

 শেষমেশ, গোলাপ দিবসেই যে গোলাপ দিতে হবে তা কিন্তু নয়, যদি প্রেম থাকে ভরপুর, তাহলে রোজই হতে পারে ‘রোজ ডে’ ! আর হ্যাঁ, এ ব্যাপারে লাল গোলাপই কিন্তু প্রথম পছন্দের !

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
‘Rose’ দিবসে প্রেম বাড়ুক গোলাপে !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল