TRENDING:

Relationship Tips: পুরুষেরা ঘন ঘন মেসেজ করলেও মহিলারা অনেক দেরি উত্তর দেন, কারণ জানলে ঘুরবে মাথা

Last Updated:

Relationship Tips: পুরুষেরা মেসেজ করলে নারীর মনে ঘুরপাক খায় বেশ কিছু বিষয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কারও কাছে বা মনের কাছে পৌঁছতে গেলে মেসেজ হল সব থেকে শক্তিশালী অস্ত্র ৷ মেসেজ রিলেশন শিপ মজবুত করতে বিশেষ ভাবে সাহায্য করে ৷ তবে বেশ কিছু সময়ে পুরুষদের বেশ কিছু সমস্যায় পড়তে হয় ৷ যখন মহিলারা তাঁদের দেরি করে উত্তর দেন ৷ বেশ কিছু মেয়েরা সরাসরি বুঝতে পারেন না বা তাঁরা ভয়ও পেয়ে থাকেন ৷
প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
advertisement

এটিও দেরি করে উত্তরের কারণ হতে পারে ৷ তার অর্থ এই নয়ে যে সেই মহিলা রিলেশেনশিপে কারোর সঙ্গে আছেন ৷ এর পিছনে ঠিক কী করাণ থাকতে পারে? অনেক সময়েই এমন প্রবণতা দেখতে পাওয়া যায় যে কোনও মহিলার সঙ্গে আলাপ হলে তাঁর ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপ নম্বর চেয়ে নেওয়ার প্রবণতা থাকে ৷

advertisement

আরও পড়ুন: Weight Loss Tips: ওজন কমাতে পেঁয়াজ খান বিন্দাস ঢঙে, ঝপাঝপ ঝরবে মেদ

এরপরেই ভুল হতে থাকে কেউ কাউকে না জেনেই তাঁর সঙ্গে মেসেজ বিনিময় করা শুরু হয়ে যায় ৷ বেশ কিছু প্রশ্নের উত্তর একসঙ্গে পেতে চেষ্টা করেন ৷ এই ধরনের স্বভাব মেয়েদের মোটেও পছন্দের নয় ৷ তারপর থেকেই এড়িয়ে যাওয়ার বিষয়ে ভাবতে শুরু করেন ৷ তাই এই ধরনের আচরণ থেকে বিরত থাকতে হবে ৷ বেশ কিছু মহিলা দীর্ঘ সময় ধরে রিলেশনশিপে থাকলেও সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন ৷

advertisement

আরও পড়ুন:  Monsoon Diet: বৃষ্টির মরসুমই শরীরে জল কমে যায়! বর্ষায় শরীর সুস্থ রাখতে চুমুক দিন এই ৪ ড্রিঙ্কে

এরপর থেকেই পুরো সময় নিজেকে দিতে চান ৷ তাঁদের মনে রিলেশনশিপের কোনও ভাবনাচিন্তা করে থাকেন ৷ কিন্তু অনেক পুরুষই এই পরিস্থিতির গুরু্তব না বুঝতে পেরে এই বিষয়ে বারেবারে জিজ্ঞাসা করতে থাকেন ৷ যাতে মহিলাদের বিন্দুমাত্র আগ্রহ থাকেনা ৷ তারপরেই সেই সমস্ত পুরুষদের দেরি করে উত্তর দেওয়ার তালিকায় ফেলে দেন ৷ এই বিষয়টি মাথায় রাখতে হবে মিথ্যুক পুরুষদের মেয়েরা একদমই পছন্দ করেন না ৷ বেশ কিছু পুরুষ মেয়েদের মিথ্যা প্রশংসা করেন ৷

advertisement

আরও পড়ুন:  Skin Care Tips: মুখ হবে চাঁদের মতো উজ্জ্বল, থাকবে না একটা দাগও!

সেরা ভিডিও

আরও দেখুন
এবার প্লাস্টিকের যুগ শেষ, বাজার কাঁপাচ্ছে মাটির বাসনপত্র! জেনে নিন দাম
আরও দেখুন

অনেক ক্ষেত্রেই মিথ্যা প্রশংসার বিষয়টি ধের ফেলেন এবং সেই পুরুষের উপর থেকে আগ্রহ কমে যায় ৷ এমন কিছু মহিলা আছেন যাঁরা অপরিচিত পুরুষদের সঙ্গে কথা বলতে পছন্দ করেন না ৷ এমনও হতে পারে ব্যস্ততার কারণে তাঁরা উত্তর দিতে পারেন না ৷ তবে এর উল্টো অর্থ নিরুপণ করাটা মোটেও ঠিক নয় ৷ যদি একজন ভাল ও ভদ্র বন্ধু হতে হয় তবে পরিস্থিতি বুঝতে হবে ৷ এতেই মঙ্গল হবে আগামী দিনে যোগাযোগও থাকবে ভাল ৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Relationship Tips: পুরুষেরা ঘন ঘন মেসেজ করলেও মহিলারা অনেক দেরি উত্তর দেন, কারণ জানলে ঘুরবে মাথা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল