TRENDING:

Raven attacks Pizza Drone in sky : পিজ্জাবাহী ড্রোনের সঙ্গে মাঝ আকাশে লড়াই দাঁড়কাকের, দেখুন ভিডিয়ো

Last Updated:

Viral video : Raven attacks Pizza Drone in sky : আকাশপথে পড়ল এক দাঁড়কাক ৷ সে কিছুতেই ছাড়বে না এই অদ্ভুতদর্শন ‘পাখি’-কে ৷ শুরু হল লড়াই ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি : ড্রোনে চেপে পাড়ি দিচ্ছিল পিজ্জা (Pizza Drone) ৷ গ্রাহকের বাড়ির পথে ৷ আকাশপথে সে পড়ল এক বায়সের (Raven) পাল্লায় ৷ এই ঘটনা অস্ট্রেলিয়ার (Australia) ৷ ভিডিয়ো বাজিমাত করেছে ইন্টারনেটে ৷
advertisement

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার (Canbera) ভিডিয়োটি হু হু করে ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে ৷ সেখানে দেখা যাচ্ছে হোম ডেলিভারির পথে যাচ্ছে একটি ড্রোন ৷ সে বয়ে নিয়ে যাচ্ছে পিজ্জা ৷ আকাশপথে পড়ল এক দাঁড়কাক ৷ সে কিছুতেই ছাড়বে না এই অদ্ভুতদর্শন ‘পাখি’-কে ৷ শুরু হল লড়াই ৷ আকাশপথে চক্কর দিচ্ছে ড্রোন ৷ সঙ্গে তার প্রতিদ্বন্দ্বী দাঁড়কাকও ৷

advertisement

ভিডিয়োয় দেখা যাচ্ছে ড্রোনের সঙ্গে কুস্তি করার চেষ্টা করে যাচ্ছে কাকটি ৷ কিছু ক্ষণ পর সেটি ঠোকরাতে শুরু করল ড্রোনকে ৷ এই পরিস্থিতিতে পিজ্জা নামিয়ে দিল ড্রোন ৷ সাধারণত যে উচ্চতা থেকে ফেলে, তার থেকে বেশ কিছুটা বেশি উচ্চতাতেই ৷ কিছু ক্ষণ পর রণে ভঙ্গ দিয়ে পালাল শ্রী কাকেশ্বর কুচকুচেও ৷

advertisement

আরও পড়ুন : কলকাতার রসগোল্লার স্বাদে মুগ্ধ ব্রিটিশ হাইকমিশনার, বাংলায় ট্যুইট করলেন আনন্দবার্তা

ভিডিয়োটি করেছেন বেন রবার্টস ৷ তিনিই অর্ডার করেছিলেন পিজ্জাটি ৷ তার পর অপেক্ষায় ছিলেন কখন এয়ার ডেলিভারিতে খাবার এসে তার কাছে পৌঁছবে ৷ পিজ্জার অপেক্ষায় থাকতে থাকতে তিনি ক্যামেরাবন্দি করে ফেললেন ড্রোন ও দাঁড়কাকের লড়াই ৷ তার পর ভিডিয়োটি আপলোড করেন ইউটিউবে ৷ সেখান থেকে ভিডিয়োটি ছড়িয়ে পড়তে সময় নেয়নি ৷

advertisement

আরও পড়ুন : শুধু রুটি? এ বার ডায়েটে রাখুন পুষ্টিগুণে ভরপুর গমের শাকও

ভিডিয়ো দেখে নেটিজেনরা হতবাক ৷ পাখিপ্রেমীরা প্রশ্ন তুলেছেন পাখিদের সমস্যা নিয়েও ৷ তাঁদের অভিযোগ, মানুষ এ বার এভাবেও সমস্যায় ফেলছে পাখিদের ৷ কেউ আবার মজা করে লিখেছেন, প্যাকেটের ভিতরে কফি থাকলে সেটি পুরো ঘেঁটে একাকার!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আতঙ্কের রাত শেষ হওয়ার আগেই এল 'মহা'প্লাবন! বাঁধ ভেঙে তলিয়ে গেল সব
আরও দেখুন

জানা গিয়েছে, শহরের একাধিক জায়গায় ড্রোনটিকে নামিয়ে তার কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে সংশ্লিষ্ট সংস্থা ৷ কারণ পাখিদের আক্রমণ ৷ পাখিদের বাসা বাঁধার সময়ে এই ধরনের সমস্যা প্রায়ই হয় বলে জানিয়েছেন তাঁরা ৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Raven attacks Pizza Drone in sky : পিজ্জাবাহী ড্রোনের সঙ্গে মাঝ আকাশে লড়াই দাঁড়কাকের, দেখুন ভিডিয়ো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল