TRENDING:

Rathyatra Celebrations 2025: রথযাত্রা উপলক্ষে পুরুলিয়ায় ৯ দিন ব্যাপী জগন্নাথদেবের অন্নকূটের আয়োজন ঘিরে ভক্ত সমাগম

Last Updated:

Rathyatra Celebrations 2025: পুরীর মন্দিরের নিয়মে জগন্নাথের মহাপ্রসাদ বিতরণ পুরুলিয়াতে , জানুন বিস্তারিত!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া : রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবের আরাধনায় মেতে উঠেছে গোটা বঙ্গ।সোজা রথ থেকে উল্টো রথ টানা নয় দিন জুড়ে চলে নানান উৎসব। ‌জগন্নাথদেব এখন মাসির বাড়িতে। রথযাত্রার দিন থেকে শুরু করে উল্টো রথ পর্যন্ত পুরীর মন্দিরেও থাকে নানা আয়োজন। সারা বছরই অন্নকূট ভোগ নিবেদন করা হয়ে থাকে পুরীর জগন্নাথ মন্দিরে। ‌বহু মানুষ এই প্রসাদ গ্রহণের আশায় ভিড় করেন পুরীতে। সেই একই নিয়মে পুরুলিয়ার সরবাগান মন্দিরে জগন্নাথ দেবের অন্নকূটের আয়োজন করা হয়ে থাকে রথযাত্রাকে কেন্দ্র করে।
advertisement

সরবাগান গুন্ডিচা মন্দির থেকে রথে চেপে রথযাত্রার দিনে পুরুলিয়ার সূর্যমন্দির মাসির বাড়ি এসেছেন জগন্নাথ দেব। আগামী উল্টো রথ পর্যন্ত তিনি এখানেই থাকবেন। টানা এই নয়দিন জগন্নাথ দেবের জন্য প্রতিদিন পুজো অর্চনা তো থাকছেই। সেই সঙ্গে জগন্নাথ দেবের জন্য রোজ তৈরি করা হচ্ছে মহাপ্রসাদ। এই মহাপ্রসাদের আয়োজন হয়ে আসছে সূর্য মন্দির কর্তৃপক্ষ দ্বারা। সাধারণ মানুষ প্রসাদের জন্য সামান্য প্রণামী দিয়ে সেই প্রসাদ গ্রহণ করছেন ও প্রভু জগন্নাথদেবের কৃপা লাভ করতে পারছেন।

advertisement

এ বিষয়ে জয়া কেজরিওয়াল বলেন , জগন্নাথদেবের মহাপ্রসাদ বিতরণ করা হয়ে থাকে রথ উপলক্ষে। আগামী শনিবার পর্যন্ত এই মহাপ্রসাদ বিতরণ করা হবে। সরবাগান মন্দিরের জগন্নাথদেবের মূর্তি আনা হয়েছিল পুরী থেকেই।  বহু মানুষ এই নয়দিন ভিড় করে এই মহাপ্রসাদ গ্রহণ করেন। এ বিষয়ে এক ভক্ত শংকর চট্টোপাধ্যায় বলেন , এই প্রসাদ পেয়ে তাঁর খুবই ভাল লাগছে। এর আগে তিনি পুরীর মন্দিরেও অন্নকূট প্রসাদ গ্রহণ করেছিলেন। আর এবার পুরুলিয়ার সূর্যমন্দিরে জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণ করলেন এটা তার কাছে খুবই আনন্দের।

advertisement

আরও পড়ুন : বহুরূপে সম্মুখে তোমার…রথযাত্রায় জগন্নাথদেবের বিশেষ ৫৬ ভোগ তৃপ্তি করে খেলেন বৃদ্ধাশ্রমের আবাসিকরা

সেরা ভিডিও

আরও দেখুন
চিনি-গুড়ের রসে তো অনেক হল! রসগোল্লায় এবার মিলছে কাঁচা লঙ্কার ঝাল স্বাদ
আরও দেখুন

মন্দির কমিটি সূত্রে জানা গিয়েছে, যে নিয়মে পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবকে প্রসাদ নিবেদন করা হয় সেই একই নিয়মে পুরুলিয়ার সরবাগানের জগন্নাথ দেবকেও এই নয় দিন ধরে ভোগপ্রসাদ নিবেদন করা হয়। সারা বছর শহরবাসী এই সময়ের অপেক্ষায় থাকেন।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Rathyatra Celebrations 2025: রথযাত্রা উপলক্ষে পুরুলিয়ায় ৯ দিন ব্যাপী জগন্নাথদেবের অন্নকূটের আয়োজন ঘিরে ভক্ত সমাগম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল