TRENDING:

Rathyatra 2025: জগন্নাথ-বলরাম-সুভদ্রার সঙ্গে রথে আসীন হন রঘুনাথও, রথযাত্রার আগে শান্তিপুরের কুমোরপাড়ার ঘরে ঘরে এখন তুমুল ব্যস্ততা

Last Updated:

Rathyatra 2025: শান্তিপুরের বিভিন্ন কুমোরপাড়ায় জোর কদমে তৈরি হচ্ছে ছোট ছোট জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর মাটির মূর্তি। এই সমস্ত মূর্তিগুলি রথযাত্রা এবং উল্টো রথযাত্রার দিন বসবে রথের মধ্যে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মৈনাক দেবনাথ, শান্তিপুর: সামনেই রথ, শান্তিপুরে চাহিদা তুঙ্গে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর মাটির মূর্তির। রথযাত্রা যতই ঘনিয়ে আসছে, ধর্মীয় উৎসবের উত্তেজনা ছড়িয়ে পড়ছে রাজ্যের নানা প্রান্তে। নদিয়া জেলার শান্তিপুরেও তার প্রভাব স্পষ্ট। অন্যদিকে এখানকার মৃৎশিল্পীদের শিল্প উৎকর্ষ নজরকাড়া।এই সময় শহরের ঐতিহ্যবাহী মৃৎশিল্পীদের ব্যস্ততা চরমে পৌঁছেছে। শান্তিপুরের বিভিন্ন কুমোরপাড়ায় জোরকদমে তৈরি হচ্ছে ছোট ছোট জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর মাটির মূর্তি। এই সমস্ত মূর্তি রথযাত্রা এবং উল্টো রথযাত্রার দিন বসবে রথের মধ্যে। শিশুদের আনন্দ থেকে শুরু করে বাড়ির ঘরের পুজো—সব ক্ষেত্রেই এখন ছোট আকারের রঙিন মূর্তির কদর চোখে পড়ার মতো।
advertisement

শান্তিপুরের মৃৎশিল্প বহু পুরনো এবং বিখ্যাত। এখানকার বহু পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে মাটির মূর্তি তৈরির সঙ্গে যুক্ত। এ বারের রথকে সামনে রেখে তাঁরা রাতদিন এক করে কাজ করছেন। এক মৃৎশিল্পী জানালেন, “এ বছর অন্যবারের থেকে চাহিদা অনেক বেশি। ছোট-ছোট মূর্তিই বেশি বিক্রি হচ্ছে। প্রত্যেক বছরই এই চাহিদা বৃদ্ধি পাচ্ছে বেশি করে। আগে শুধু স্থানীয় বাজারে বিক্রি হত, এখন বাইরে থেকেও অর্ডার আসছে।”

advertisement

মাটির তৈরি জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর মূর্তি এখন বাজারে মিলছে বিভিন্ন মাপে—৬ ইঞ্চি থেকে শুরু করে দেড়-দু’ফুট পর্যন্ত। কিছু মূর্তিতে মসৃণ রঙের কাজ, আবার কিছুতে হাতের আঁকা অলঙ্করণ। মূর্তির দাম নির্ধারণ করা হয় মূর্তির মাপ অনুযায়ী। অনেকে সেট হিসেবে তিনটি মূর্তি একসঙ্গে কিনছেন এবং নিজেদের ঘরের ছোট রথে বসিয়ে পুজো করছেন। গত বছর ১৫০ পিস মূর্তি বিক্রি করেছিলেন তারা এ বছর সেটি ২০০ ছাড়িয়ে যাবে। কিছু মূর্তি বিক্রি হবে কারখানা থেকে আর বাকিগুলি বিক্রি হয়ে যাবে রথের মেলা থেকে

advertisement

শুধু রথ বলে নয়, অনেকেই এখন ঘর সাজানোর জন্য বা পুজোর জন্য শান্তিপুরের মূর্তি কিনে নিয়ে যাচ্ছেন বাড়িতে। এই শিল্পের সঙ্গে যুক্ত বহু পরিবারই জানান, চাহিদা থাকলেও তাঁরা সরকারি সহায়তা থেকে বঞ্চিত। প্রশিক্ষণ, সস্তা কাঁচামাল এবং বিক্রির মঞ্চ থাকলে এই ঐতিহ্য আরও ছড়িয়ে পড়তে পারত।

আরও পড়ুন : ওজন ৬০ টন! ১৪ চাকার লোহার রথের রশিতে পড়বে টান! প্রাচীন ফরাসডাঙার আড়াই শতকের রথযাত্রার ইতিহাস মন ছুঁয়ে যাবে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হাড় কাঁপানো শীতে পুরুলিয়ায় 'গ্রাউন্ড ফ্রস্ট', গাড়ির কাচ, খড়ের গাদায় জমা বরফ
আরও দেখুন

শুধু জগন্নাথ বলরাম কিংবা সুভদ্রা দেবী নয়, শান্তিপুরের রথযাত্রার বিশেষত্ব হল, এখানে রথে বসেন  রঘুনাথ অর্থাৎ রামের মূর্তি। সেই মূর্তিও কিন্তু বিক্রির জন্য তৈরি হচ্ছে। রথযাত্রা মানেই বাংলার ঘরে ঘরে ধর্মীয় আবেগ ও আনন্দ। সেই সঙ্গে শান্তিপুরের মতো অঞ্চলে এটি জীবিকার অন্যতম ভরসাও। জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর মাটির মূর্তি কেবল পুজোর সামগ্রী নয়, বরং বাংলার লোকশিল্পেরও পরিচায়ক। এই ঐতিহ্যকে টিকিয়ে রাখতে প্রয়োজন আরও যত্ন ও সংগঠিত উদ্যোগ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Rathyatra 2025: জগন্নাথ-বলরাম-সুভদ্রার সঙ্গে রথে আসীন হন রঘুনাথও, রথযাত্রার আগে শান্তিপুরের কুমোরপাড়ার ঘরে ঘরে এখন তুমুল ব্যস্ততা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল