TRENDING:

Ranveer Singh’s breakfast : ওটস থেকে অশ্বগন্ধা, কী কী থাকে রণবীর সিংয়ের প্রাতরাশে? তারকা জানিয়েছেন নিজেই

Last Updated:

Ranveer Singh’s breakfast : প্রাতরাশে কী খান পর্দার কপিল দেব? জানিয়েছেন তিনি নিজেই৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তারকার জীবন মানেই সব সময় গোলাপ বিছিয়ে থাকা পথ নয়৷ খাওয়া এবং জীবনযাপন সংক্রান্ত অন্যান্য ক্ষেত্রে কঠোর সংযমের পর্ব তাঁদের পার হতে হয়৷ অপরিমিত খাওয়া দাওয়া এবং জীবনযাপনে যথেচ্ছাচার করলে তার মাশুল দিতেই হবে তারকাজীবনে৷ খাওয়া দাওয়ার যে কঠোর শৃঙ্খলার মধ্যে দিয়ে অন্য তারকাদের মতো পাড়ি দিতে হয় রণবীরকেও৷ তার মধ্যে আছে উপযুক্ত প্রাতরাশ৷ দিনের প্রথম খাবার বা প্রাতরাশ স্বাস্থ্যকর হওয়া প্রয়োজন, সে কথা বলেছেন রণবীর সিংও৷(Ranveer Singh’s breakfast)
advertisement

প্রাতরাশে কী খান পর্দার কপিল দেব? জানিয়েছেন তিনি নিজেই৷ ইনস্টাগ্রামে বলেছেন বুধবার সকালে তিনি কী খেয়েছেন প্রাতরাশে৷ দীর্ঘ মেনু তিনি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে৷ জানিয়েছেন, কাজের দিন তিনি শুরু করেন এক পাত্র ভর্তি ১৩০ গ্রাম ওটসের সঙ্গে৷

সেখানে থাকে পরিমাপমতো ১৫ গ্রাম বাদাম এবং ৫ গ্রাম চকোলেট চিপস৷ তার পর তিনি খান রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধিকারী খাবার, সঙ্গে ডিটক্স ড্রিঙ্ক৷ তার পর তাঁর ডায়েটে থাকে প্রোবায়োটিক ড্রিঙ্ক এবং শিলাজিৎ, অশ্বগন্ধা ও খেজুর দিয়ে তৈরি খাবার৷ অর্থাৎ স্বাস্থ্যকর ডায়েট থেকে একবিন্দুও সরেন না সুপারস্টার৷

advertisement

আরও পড়ুন : যোগাভ্যাস থেকে স্ট্রেচিং, অর্জুনের ঢেউ খেলানো পেশিতে মুগ্ধ অনুরাগিণীরা

আরও পড়ুন : সোনার কেল্লার শহরে ক্রুষ্ণা অভিষেক, অভিনেতার সঙ্গেই ঘুরুন জয়সলমের

আরও পড়ুন : সামান্থা রুথ প্রভুর রূপ, সৌন্দর্য ও ফিটনেসের রহস্য এই খাবার

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

তবে তার মানে এই নয় যে দিনরাত তিনি স্বাস্থ্যকর খাবারের নাগপাশেই বিদ্ধ৷ ঘটনাচক্রে, তিনি নিজে আপাদমস্তক ভোজনবিলাসী৷ বাকি ফুডিদের মতো তিনিও পছন্দ করেন সুস্বাদু পিজ্জা৷ প্রসঙ্গত দীপিকা পাড়ুকোনের বোন অর্থাৎ শ্যালিকা অনীষার মতো রণবীরও পিজ্জাপ্রেমী৷ এখানেই শেষ নয়৷ মাঝে মাঝেই কব্জি ডুবিয়ে রণবীর খান সিন্ধি খাবার৷ তাঁর প্রিয় সিন্ধি কম্বিনেশন হল সিন্ধি তরকারি, ভাত এবং বুন্দি৷ সঙ্গে থাকবে হবে আদি অকৃত্রিম সিন্ধি আলুর পকোড়া বা ‘আরবি টুক’৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Ranveer Singh’s breakfast : ওটস থেকে অশ্বগন্ধা, কী কী থাকে রণবীর সিংয়ের প্রাতরাশে? তারকা জানিয়েছেন নিজেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল