TRENDING:

Ranveer Singh’s breakfast : ওটস থেকে অশ্বগন্ধা, কী কী থাকে রণবীর সিংয়ের প্রাতরাশে? তারকা জানিয়েছেন নিজেই

Last Updated:

Ranveer Singh’s breakfast : প্রাতরাশে কী খান পর্দার কপিল দেব? জানিয়েছেন তিনি নিজেই৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তারকার জীবন মানেই সব সময় গোলাপ বিছিয়ে থাকা পথ নয়৷ খাওয়া এবং জীবনযাপন সংক্রান্ত অন্যান্য ক্ষেত্রে কঠোর সংযমের পর্ব তাঁদের পার হতে হয়৷ অপরিমিত খাওয়া দাওয়া এবং জীবনযাপনে যথেচ্ছাচার করলে তার মাশুল দিতেই হবে তারকাজীবনে৷ খাওয়া দাওয়ার যে কঠোর শৃঙ্খলার মধ্যে দিয়ে অন্য তারকাদের মতো পাড়ি দিতে হয় রণবীরকেও৷ তার মধ্যে আছে উপযুক্ত প্রাতরাশ৷ দিনের প্রথম খাবার বা প্রাতরাশ স্বাস্থ্যকর হওয়া প্রয়োজন, সে কথা বলেছেন রণবীর সিংও৷(Ranveer Singh’s breakfast)
advertisement

প্রাতরাশে কী খান পর্দার কপিল দেব? জানিয়েছেন তিনি নিজেই৷ ইনস্টাগ্রামে বলেছেন বুধবার সকালে তিনি কী খেয়েছেন প্রাতরাশে৷ দীর্ঘ মেনু তিনি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে৷ জানিয়েছেন, কাজের দিন তিনি শুরু করেন এক পাত্র ভর্তি ১৩০ গ্রাম ওটসের সঙ্গে৷

সেখানে থাকে পরিমাপমতো ১৫ গ্রাম বাদাম এবং ৫ গ্রাম চকোলেট চিপস৷ তার পর তিনি খান রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধিকারী খাবার, সঙ্গে ডিটক্স ড্রিঙ্ক৷ তার পর তাঁর ডায়েটে থাকে প্রোবায়োটিক ড্রিঙ্ক এবং শিলাজিৎ, অশ্বগন্ধা ও খেজুর দিয়ে তৈরি খাবার৷ অর্থাৎ স্বাস্থ্যকর ডায়েট থেকে একবিন্দুও সরেন না সুপারস্টার৷

advertisement

আরও পড়ুন : যোগাভ্যাস থেকে স্ট্রেচিং, অর্জুনের ঢেউ খেলানো পেশিতে মুগ্ধ অনুরাগিণীরা

আরও পড়ুন : সোনার কেল্লার শহরে ক্রুষ্ণা অভিষেক, অভিনেতার সঙ্গেই ঘুরুন জয়সলমের

আরও পড়ুন : সামান্থা রুথ প্রভুর রূপ, সৌন্দর্য ও ফিটনেসের রহস্য এই খাবার

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

তবে তার মানে এই নয় যে দিনরাত তিনি স্বাস্থ্যকর খাবারের নাগপাশেই বিদ্ধ৷ ঘটনাচক্রে, তিনি নিজে আপাদমস্তক ভোজনবিলাসী৷ বাকি ফুডিদের মতো তিনিও পছন্দ করেন সুস্বাদু পিজ্জা৷ প্রসঙ্গত দীপিকা পাড়ুকোনের বোন অর্থাৎ শ্যালিকা অনীষার মতো রণবীরও পিজ্জাপ্রেমী৷ এখানেই শেষ নয়৷ মাঝে মাঝেই কব্জি ডুবিয়ে রণবীর খান সিন্ধি খাবার৷ তাঁর প্রিয় সিন্ধি কম্বিনেশন হল সিন্ধি তরকারি, ভাত এবং বুন্দি৷ সঙ্গে থাকবে হবে আদি অকৃত্রিম সিন্ধি আলুর পকোড়া বা ‘আরবি টুক’৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Ranveer Singh’s breakfast : ওটস থেকে অশ্বগন্ধা, কী কী থাকে রণবীর সিংয়ের প্রাতরাশে? তারকা জানিয়েছেন নিজেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল