প্রসঙ্গত, একসময় জনপ্রিয়তা পেলেও ফটো তুলতে এসে ফ্যানের সঙ্গে দুব্যবহার থেকে শুরু করে তার শো এর প্রযোজকদের একের পরে এক অভিযোগ- সবকিছু মিলিয়ে মিশিয়ে রানু মণ্ডল স্টারডম ধুলিস্যাৎ হয়ে যায় অচিরেই। রানু ফের ফিরে আসেন তার রানাঘাটের বাড়িতেই। বর্তমানে প্লেব্যাক সিঙ্গিং এর কাজ না পেলেও যেই সোশ্যাল মিডিয়া তাকে ভাইরাল করেছিল সেই সোশ্যাল মিডিয়া কিন্তু তার পিছু ছাড়েনি। প্রায়ই নানান ইউটিউবারেরা মাঝে মধ্যেই রানুর বাড়িতে তার ইন্টারভিউ নিতে হাজির হয়। সম্প্রতি একটি ফেসবুক ইন্টারভিউতে প্রকাশ পেল রানু মন্ডলের আরও একটি চমকপ্রদ পারফরম্যান্স।
advertisement
অদ্ভুত পোশাকে এবার নেচে ভাইরাল হলেন রানু। অনিমেষ দেবনাথ নামে এক ফেসবুক ইউজার রানু মণ্ডলের বাড়িতে তার ইন্টারভিউ নিতে যায়। তাঁরই শেয়ার করা এক ফেসবুক ভিডিওতে রানুকে একটি আকাশী নীল রঙের নাইটি পড়ে কোমরে গামছা বেঁধে একটি রিমিক্স হিন্দি গানের তালে জমিয়ে নাচতে দেখা যায়। 'রানুদি' অবশ্য একাই নাচেননি। তার সাথে তাল মিলিয়ে নেচেছেন ফেসবুক ইউজার অনিমেষও।
এতদিন সোশ্যাল মিডিয়ায় রানু মণ্ডলের গানের ভিডিও দেখে নেটিজেনরা অভ্যস্ত ছিল। এবার রানুদিকে নাচতে দেখে বেজায় উচ্ছ্বসিত হয়ে পড়েছেন তাঁরা। তাই ভিডিওটি ফেসবুকে ব্যাপক ভাইরাল হওয়ার পাশাপাশি নেটিজেনরা রানুর এমন প্রাণখোলা নাচ দেখে রীতিমতো হেসে খুন। প্রসঙ্গত ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রানু মণ্ডলের বায়োপিক এর শুটিং।