আরও পড়ুন : শান্ত নিসর্গে উষ্ণ প্রস্রবণ ও সতীপীঠের টানে আসুন রাঢ়বঙ্গের তীর্থক্ষেত্র বক্রেশ্বরে
৫০ বছর পূর্তি উপলক্ষে রানাঘাট চারের পল্লী রানাঘাটবাসীকে দুর্গোৎসবে উপহার দিয়েছিল নদিয়ার মধ্যে সর্বপ্রথম নবদুর্গাকে। আগামী বছর অন্যতম উল্লেখযোগ্য বছর তাদের। তবে ৭৫ বছরের ঠিক আগেই ঢাকের কাঠি পড়ার প্রাক মুহূর্তে তারা এবছর রানাঘাটবাসীকে দুর্গাপুজোয় উপহার দিতে চলেছেন কালের বোধন এমনই সিদ্ধান্ত নেন তাঁরা। পুজো কমিটির এক সদস্য সম্রাট আচার্য জানান, ‘‘এই মূল ভাবনাটি চারের পল্লী সদস্যদের। এবং যেটাকে সার্থক রূপদানে আমরা ভরসা রেখেছি রানাঘাটের প্রখ্যাত শিল্পী সঞ্জু কুন্ডুর ওপরে। প্রসঙ্গত, শরৎকালীন যে পুজো সেটা মূলত অকালবোধন হিসেবে পরিচিত। আমরা এ বছর কালের বোধন পুজো থিমের উপলক্ষে নবপত্রিকার যে বিশেষ মাহাত্ম্য, সেটা সকলের সামনে তুলে ধরব। সুতরাং বলা যেতে পারে ৭৫-এর এক মুহূর্তেই এক অন্যতম বিশেষ উপহার রানাঘাটবাসীকে দিতে চলেছে সঞ্জু কুন্ডু ও রানাঘাট চারের পল্লীর পুজো কমিটির সদস্যরা।’’
advertisement