রমজানে রোজা রাখা সকল প্রাপ্তবয়স্ক মুসলিমদের জন্যই বাধ্যতামূলক। অসুস্থতা থাকলে বা কোথাও ঘুরতে গেলে, বা পিরিয়ডস চলাকালীন, গর্ভবতী, ডায়াবেটিক অবস্থায় রমজান না পালন করলেও চলে। রোজা শুরু করার আগে যে খাবার খাওয়া হয় তাকে সেহরি বা সেহুর বলা হয় এবং মাগরিবের সন্ধ্যার নামাজের আজানের পর যে খাবার দিয়ে রোজা ভঙ্গ করা হয় তাকে ইফতার বলে।
advertisement
আরও পড়ুন- পোশাক কোথায়? সারা গায়ে নিজেরই ছবি আটকে ফের ভাইরাল উরফি জাভেদ!
ভারতে রমজানের তারিখ:
এই বছর, ভারতে রমজান (Ramadan 2022) শুরু হতে পারে ২ এপ্রিল বা ১ রমজান ১৪৪৩ হিজরির সন্ধ্যা থেকে। অর্ধচন্দ্র (Ramadan 2022) দেখার উপর নির্ভর করে ৩ এপ্রিল, ২০২২-এ প্রথম রোজা পালন করা হবে। সাধারণত, রমজানের চাঁদ প্রথম দেখা যায় সৌদি আরব এবং কিছু পশ্চিমী দেশ সহ ভারতের কিছু অংশে। তারপর সাধারণত একদিন পরে বাকি ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং অন্যান্য দেশে চাঁদ দেখা যায়।
আরও পড়ুন- অস্কারের মঞ্চে সঞ্চালককে কি থাপ্পড় মারা যায়? কী জানালেন বিগ বস সঞ্চালক সলমান খান
ভারতের বিভিন্ন শহর অনুযায়ী ‘সেহরি’ এবং ‘ইফতার’-এর সময় এখানে দেওয়া হল:
হায়দরাবাদ ভোর ৫:০১, সন্ধ্যা ৬:৩০
দিল্লি ভোর ৪:৫৬, সন্ধ্যা ৬:৩৮
আহমেদাবাদ ভোর ৫:২০, সন্ধ্যা ৬:৫৫
সুরাট ভোর ৫:২১, সন্ধ্যা ৬:৫৩
মুম্বই ভোর ৫:২২, সন্ধ্যা ৬:৫২
পুনে ভোর ৫:১৯, সন্ধ্যা ৬:৪৮
বেঙ্গালুরু ভোর ৫:০৭, সন্ধ্যা ৬:৩২
চেন্নাই ভোর ৪:৫৬, সন্ধ্যা ৬:২১
কলকাতা ভোর ৪:১৭, সন্ধ্যা ৫:৫১
কানপুর ভোর ৪:৪৬, সন্ধ্যা ৬:২৫
গুরুত্বপূর্ণ বিষয় হল, সেহরি বা সুহুর এবং ইফতারের সময়সূচী সূর্যের অবস্থানের কারণে পরিবর্তন হতে পারে।