গত দু’বছর জামাকাপড় কেনা প্রায় হয়নি বললেই চলে। দোকান, বাজার থেকে শপিং মল, সর্বত্র ছিল নিষেধাজ্ঞার খাঁড়া। স্বাভাবিকভাবে পুজো-পার্বণও সেভাবে উদযাপন করা যায়নি। এবার সুদে আসলে উসুলের পালা। রাখি বন্ধন থেকেই সেটা শুরু হয়ে যাবে। এই বিশেষ দিনে নিজেকে ফ্যাশনেবল করে তোলার কিছু টিপস এখানে রইল।
ক্রপ টপের সঙ্গে স্কার্ট: উৎসবের মেজাজকে ধরতে স্কার্টের জুড়ি নেই। এর সঙ্গে মানানসই টপস, ব্লাইজ বা শার্ট হলেই ব্যাপারটা জমে যাবে। রাখির দিন গোড়ালি পর্যন্ত আমব্রেলা স্টাইলের স্কার্ট বেছে নেওয়া যায়। কলার শার্টের সঙ্গে এই স্কার্টই এখন ট্রেন্ড। জমকালো স্কার্টের সঙ্গে সাদা বা পছন্দের রঙের শার্ট বেছে নেওয়া যায়। তবে সাদা রঙের শার্ট হলে স্কার্টের রঙবেরঙ আরও খুলবে। এর সঙ্গে চুলে থাক পনিটেল।
advertisement
ট্রাউজার বা জিনসের সঙ্গে কুর্তা: ট্রাউজার বা জিনসের সঙ্গে কুর্তা এখন সাধারণ স্টাইল। গত এক দশক ধরে এটাই চলছে। এই পোশাকে স্বাচ্ছন্দ্য থাকা যায়। সঙ্গে দেশীয় পরম্পরার ছোঁয়াও থাকে। উৎসবের সাজগোজ যাতে আরামদায়ক হয়, সেদিকটা মাথায় রাখতে হবে। এর সঙ্গে একটা টিপ, কয়েক গাছা চুড়ি কিংবা অক্সিডাইজড জুয়েলারি ভালো মানাবে। কুর্তা ভি নেক, স্লিভলেস বা থ্রি কোয়ার্টার হতে পারে।
আরও পড়ুন: আলিপুর জেলে মন্ত্রিসভার বৈঠক হবে! সুকান্ত মজুমদারের মন্তব্যে তীব্র শোরগোল
এ লাইন পোশাক: উৎসবে নিজেকে অন্যদের থেকে আলাদা করে তুলতে এ লাইন পোশাকের জুড়ি নেই। এটা শক্তিশালী স্টাইল স্টেটমেন্ট হয়ে উঠতে পারে। ভি নেক, বাবল স্লিভ, ফ্লেয়ার্ড হেম এবং সামনের দিকে স্লিট দেওয়া এ লাইন পোশাক মানায় ভালো। রঙ নিয়ে পরীক্ষানিরীক্ষা করাই যায়। এর সঙ্গে লম্বা কানের দুল এবং হাই হিল একেবারে মানানসই। এ-লাইন ড্রেসিংয়ের আরেকটি প্যাটার্ন হল ব্লাউসন ড্রেস যা প্রায়শই প্যাস্টেল, গ্রে এবং বেইজ শেডগুলিতে পাওয়া যায়।
আরও পড়ুন: অনুব্রত মণ্ডল কি এবার চেন্নাইয়ের পথে? বাড়িতে বেসরকারি হাসপাতালের কর্ণধার, গুঞ্জন চরমে
এথনিক জ্যাকেট: এই বিশেষ দিনে দোপাট্টা বাদ দিয়ে লেহঙ্গা বা ব্লাউজের উপর চাপিয়ে নেওয়া যায় এথনিক জ্যাকেট। এতে ভারতীয় লুকের সঙ্গে পশ্চিমা টুইস্ট যোগ হবে। এর সঙ্গে কোমরব্যান্ড বা এজি বেল্টও পরা যায়।
টুইনিং আউটফিট: ইদানীং এই ট্রেন্ড ব্যাপক জনপ্রিয়। টুইনিং আউটফিট হল একই ধরনের বা একই রঙের পোশাক। তাই ভাইয়ের পোশাকের সঙ্গে মিল রেখে এদিন সাজিয়ে তুলতে হবে নিজেকে। এতে সহজেই মনোযোগ আকর্ষণ করা যায়। ভাই-বোনের পছন্দের সঙ্গে মেলে এমন প্রিন্ট, সুতির সেট বা একটি থিম-ভিত্তিক পোশাক বেছে নেওয়া যায়।