TRENDING:

Nabanna Festival: নতুন ধান ঘরে তোলার শুভ ক্ষণকে পার্বণের রূপ দেয় নবান্ন উৎসব, গ্রামের ঘরে ঘরে আনন্দের রেশ

Last Updated:

Nabanna Festival: ধানাড়া গ্রামের অন্নপূর্ণা পুজো শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি গ্রামবাসীর ইতিহাস, সংস্কৃতি ও শিকড়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়ানো এক ঐতিহ্য। প্রায় দুই শতাব্দী ধরে এই পুজো গ্রামবাসীদের একসূত্রে বেঁধে রেখেছে, সৃষ্টি করেছে মিলনমেলার আনন্দময় পরিবেশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাস:  অগ্রহায়ণে নতুন ধান তোলার শুভক্ষণকে কেন্দ্র করে আজ থেকে প্রায় ১৯০ বছর আগে পুরুলিয়ার রঘুনাথপুরের ধানাড়া গ্রামে শুরু হয়েছিল শারদোৎসবের বিকল্প উৎসব, নবান্ন উৎসব ও দেবী অন্নপূর্ণার পুজো। কাশীপুর রাজবংশের রাজা জ্যোতিপ্রসাদ সিংদেওর উদ্যোগে শুরু হওয়া এই পুজো আজও ধানাড়া গ্রামে একই উজ্জ্বল ঐতিহ্য আর মহাসমারোহে পালিত হয়ে আসছে।
advertisement

দুর্গাপুজোর ধাঁচেই এখানে সপ্তমী, অষ্টমী ও নবমী, এই তিনদিন জুড়ে মহাসমারোহে অনুষ্ঠিত হয় দেবী অন্নপূর্ণার পুজো। আট থেকে আশি, গ্রামের প্রত্যেক মানুষ এই উৎসবে একত্রিত হন। পুজোর সময়ে বাপের বাড়িতে ফেরেন বিবাহিত কন্যারা, আর বাইরে কর্মসূত্রে থাকা গ্রামের মানুষও এই সময় ঘরে ফেরার চেষ্টা করেন।

তবে বিশেষত্ব হল, ধানাড়া গ্রামের অন্নপূর্ণা পুজো সম্পূর্ণ বৈষ্ণব মতে অনুষ্ঠিত হয়, যা এই পুজোকে অন্য উৎসবের থেকে একেবারেই আলাদা পরিচয় দেয়। তবে এত সুপ্রাচীন ঐতিহ্য থাকা সত্ত্বেও বর্তমানে পুজোর জৌলুস কিছুটা ম্লান হয়ে এসেছে। আর্থিক সংকটের কারণে ধুঁকছে বহু বছরের ঐতিহ্যবাহী এই অন্নপূর্ণা পুজো।

advertisement

আরও পড়ুন : সোনালি মশলার কামাল! ১ চিমটে হলুদেই গায়েব গাঁটের ব্যথা! ছাঁকনির মতো ছেঁকে নেয় লিভারের নোংরা!

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের ছুটিতে ২-৩দিনের জন্য অল্প খরচে ঘুরে আসুন মহিষাদল রাজবাড়ি,অপূর্ব অভিজ্ঞতা হবে
আরও দেখুন

ধানাড়া গ্রামের অন্নপূর্ণা পুজো শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি গ্রামবাসীর ইতিহাস, সংস্কৃতি ও শিকড়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এক ঐতিহ্য। প্রায় দুই শতাব্দী ধরে এই পুজো গ্রামবাসীদের একসূত্রে বেঁধে রেখেছে, সৃষ্টি করেছে মিলনমেলার আনন্দময় পরিবেশ।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Nabanna Festival: নতুন ধান ঘরে তোলার শুভ ক্ষণকে পার্বণের রূপ দেয় নবান্ন উৎসব, গ্রামের ঘরে ঘরে আনন্দের রেশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল