আঁকাবাঁকা পাহাড়ি পথ। সারি সারি গাছের সম্ভার। বর্ষায় অযোধ্যা পাহাড় একেবারেই অন্যরকম রূপে সেজে ওঠে। রুক্ষ পাহাড়ের বুকে সবুজের সম্ভার প্রকৃতিপ্রেমী ও ভ্রমণ পিপাসু মানুষদের মনে অনেকখানি দাগ কাটে। তাইতো এই বৃষ্টিকে উপেক্ষা করে পর্যটকেরা ছুটে আসেন অযোধ্যায়।
advertisement
এ প্রসঙ্গে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে বেড়াতে আসা পর্যটক বলেন, অযোধ্যা পাহাড়ের কথা তারা বহুবার শুনেছেন। এই প্রথমবার তারা অযোধ্যা পাহাড় বেড়াতে এসেছেন। বাইকে করে তারা অযোধ্যায় এসেছেন। বৃষ্টির এই মরশুমে অযোধ্যা পাহাড়ের রূপ একেবারেই অন্যরকম। মনোরম প্রাকৃতিক দৃশ্য ও পরিবেশের স্নিগ্ধ রূপ, যা দেখে মন ভরে গিয়েছে তাদের। প্রকৃতিকে কাছ থেকে উপভোগ করার জন্য বর্ষায় অযোধ্যা পাহাড়ে প্ল্যান করা যেতেই পারে।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
August 28, 2025 5:04 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Purulia Tourism: বর্ষায় অপরূপ অযোধ্যা পাহাড়, ঢল নামছে পর্যটকের! পুজোয় পুরুলিয়া গেলে কী কী অবশ্যই ঘুরে দেখবেন? জানুন