আরও পড়ুনঃ ৯০ মিনিটে ৯ হাজার রেট! অচেনা পুরুষদের জড়িয়ে ধরে কোটি কোটি টাকা আয় করেন এই মহিলা, এ আবার কেমন পেশা?
এ বিষয়ে এখানে বেড়াতে আসা পর্যটকেরা বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় পুরুলিয়ার এই উপত্যকা ভীষণভাবে ভাইরাল। তাই তারাও পুরুলিয়া বেড়াতে এসে স্বচক্ষে এই মিনি পেহেলগাঁও বা বৈসরন ভ্যালির সৌন্দর্য উপভোগ করছেন। তাদের ভীষণই মনে ধরেছে এই জায়গাটি।
advertisement
ইতিপূর্বে ঝালদা পুরুলিয়া ঝালদা থানার পুরানো ঝালদা এলাকার বেরহাতলের মাঠ মিনি পেহেলগাঁও হিসাবে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে উঠেছিল। সেখানেও ভিড় জমাচ্ছেন পর্যটকেরা। তারপরেই টুর্গা জলপ্রপাতের এই উপত্যকা। পুরুলিয়ার এই জোড়া ল্যান্ডস্কেপে বাংলার মধ্যে যেন এক টুকরো কাশ্মীরকে খুঁজে পাচ্ছেন পর্যটকেরা। পুরুলিয়ার পর্যটন মানচিত্রে নয়া সংযোজন হয়ে উঠেছে এই জোড়া ল্যান্ডস্কেপ।
শর্মিষ্ঠা ব্যানার্জি