মূলত পলাশের টানেই বহু পর্যটক এই সময় পুরুলিয়া ছুটে আসেন। কারণ পশ্চিমবঙ্গের একমাত্র এই জেলাতেই এত সুন্দর পলাশের রূপ দেখতে পাওয়া যায়। সেই কারণেই বসন্তে পুরুলিয়ার প্ল্যান করে থাকেন বহু প্রকৃতিপ্রেমী মানুষেরা। এ বিষয়ে পুরুলিয়ায় বেড়াতে আসা পর্যটকেরা বলেন , গোটা পুরুলিয়া জেলা পলাশে ভরে গিয়েছে। পুরুলিয়ার এই রূপ তাদের খুবই ভাল লাগছে। তারা এত সুন্দর পলাশ দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন। এই পলাশের টানেই তারা ছুটে এসেছেন। ভীষণই আনন্দ উপভোগ করছেন তারা।
advertisement
কমবেশি সারা বছরই পর্যটকদের আনাগোনা পুরুলিয়ায় হয়ে থাকলেও বসন্তে অন্যরকম ট্যুরিজমের আমেজ উপভোগ করতে আসেন পর্যটকেরা। তাই এই সময় বহু আগে থেকেই হোটেল , রিসোর্ট , হোমস্টে গুলি বুকিং হয়ে থাকে। ছোট বড় ব্যবসায়ীরাও বাড়তি রোজগারের আশায় থাকেন এই সময়।
কারণ অনেকেরই বসন্ত উৎসবে শান্তিনিকেতনের রুট বদল হয়ে পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে পুরুলিয়া। লাল পলাশের অপরূপ সৌন্দর্যের টানে তাই ছুটে আসেন ভ্রমণ পিপাসু মানুষেরা।
শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়