কী কী উপাদান লাগবে আটজনের জন্য এই মিষ্টি কুমড়োর স্যুপ (Pumpkin Soup recipe) তৈরি করতে?
১. হাফ কেজি মিষ্টি কুমড়ো
২. দুই কাপ নারকেলের দুধ
৩. হাফ চায়ের চামচ কালো নুন
৪. দু'টো পেঁয়াজ
৫. হাফ চায়ের চামচ জিরে গুঁড়ো
৬. চার চায়ের চামচ মাখন
৭. দুই কাপ জল
advertisement
৮. চারটে লবঙ্গ
৯. দুই কুচি আদা
১০. স্বাদ অনুযায়ী নুন
আরও পড়ুন - ঝলমলে চুল ও ঝকঝকে ত্বক পেতে ডায়েটে থাকুক এই উপাদান
আরও পড়ুন - ক্যাভিটিমুক্ত দাঁত থেকে মজবুত হাড়, চিজের সুফল নিন চিনে
কী ভাবে তৈরি করতে হবে এই মিষ্টি কুমড়োর স্যুপ (Pumpkin Soup recipe)?
১. সবার প্রথমে মিষ্টি কুমড়ো ভালো করে ধুয়ে সরু করে কেটে নিতে হবে।
২. পেঁয়াজ দু'টো আর আদাও কুচিয়ে নিতে হবে।
৩. তলাটা বেশ পুরু- এরকম একটা পাত্র কম আঁচে গ্যাসে বসিয়ে তার মধ্যে মাখন দিতে হবে।
৪. মাখন গলে গেলে এর মধ্যে লবঙ্গ দিয়ে মিনিটখানেক নেড়ে নিতে হবে।
৫. এবার কুচিয়ে রাখা পেঁয়াজ আর আদা দিয়ে সোনালি করে ভেজে নিতে হবে।
৬. মিষ্টি কুমড়ো দিয়ে যতক্ষণ না সেটা নরম হয়ে আসছে, নাড়তে হবে। এই জায়গায় এসে অল্প নুন দেওয়া যায়।
৭. এবার এই ভাজা মিষ্টি কুমড়ো, পেঁয়াজ আর আদা একটা মিক্সার গ্রাইন্ডারে দুই কাপ জল দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে।
৮. এবার সামান্য মাখন দিয়ে যে পাত্রে কুমড়োটা ভাজা হয়েছিল, তাতেই পেস্টটা গ্রাইন্ডার থেকে বের করে ঢেলে দিয়ে নাড়তে হবে।
৯. ফুট খেলেই এর মধ্যে দিতে হবে নারকেলের দুধ।
১০. ভালো করে মিশিয়ে নিয়ে দিতে হবে জিরে গুঁড়ো আর কালো নুন।
১১. চাইলে উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করা যায়।
স্বাদ বাড়াতে চাইলে-
১. নারকেলের দুধ মিশিয়ে সেদ্ধ করে রাখা মুরগির মাংস কুচিয়ে দেওয়া যায়।
২. স্যুপ আরও ঘন করতে চাইলে এর মধ্যে কুচিয়ে রাখা চিজ-ও দেওয়া যায়।