TRENDING:

লেস, প্রিন্ট বা এমব্রয়ডারি, নতুন পোশাকের সঙ্গে বাছুন সঠিক অন্তর্বাস, রইল তারই হদিশ

Last Updated:

Durga Puja Fashion 2022 : পুজোর কেনাকাটায় জামাকাপড়ের সঙ্গে বেছে নিতে হবে সঠিক ডিজাইনের ব্রা-প্যান্টিও। বাজেট অনুযায়ী শুধু বেছে নেওয়ার পালা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শুধু মেকআপ বা সাজসজ্জা নয়, অন্তর্বাসের দিকেও সমান খেয়াল রাখা উচিত। চিকিৎসকরা বলেন, এটা শুধু ফ্যাশন নয়, স্বাস্থ্যের জন্যও জরুরি। পুজোর কেনাকাটায় তাই জামাকাপড়ের সঙ্গে বেছে নিতে হবে সঠিক ডিজাইনের ব্রা-প্যান্টিও।
অন্তর্বাসের দিকেও সমান খেয়াল রাখা উচিত
অন্তর্বাসের দিকেও সমান খেয়াল রাখা উচিত
advertisement

এখানে কিছু কেতাদুরস্ত ব্রা-প্যান্টির সেট নিয়ে আলোচনা করা হল। ফ্যাশন সচেতন হলে এগুলো ওয়ারড্রোবে রাখতেই হবে। শুধু ডিজাইন নয় দামের হালহদিশও দেওয়া হল। পুজোর মুখে বাজেট অনুযায়ী শুধু বেছে নেওয়ার পালা।

লেসের ব্রা-প্যান্টি: আজকাল লেস দেওয়া ব্রা-প্যান্টি ঢেলে বিক্রি হচ্ছে বাজারে। কম দাম থেকে বেশি দামের, বিশাল রেঞ্জ। এই ধরনের সেট যে কোনও ওয়েস্টার্ন পোশাক বা রাত পোশাকের নিচে পরা যায়। ডিজাইনার বাথ রোব বা র‌্যাপ ড্রেস (বডিকন ড্রেস)-এর নিচেও লেসের ব্রা-প্যান্টি ভাল মানায়। প্রায় সমস্ত শেডেই পাওয়া যায়। তাই পোশাকের সঙ্গে ম্যাচিং পরতে চাইলেও অসুবিধে নেই। স্থানীয় ব্র্যান্ড হলে ৫০০ টাকাতেই লেসের ব্রা পাওয়া যায়। কিন্তু ব্র্যান্ডেড স্টাইলিশ ব্রা চাইলে ১০০০ থেকে ২৫০০ টাকা পড়বে।

advertisement

আরও পড়ুন : পুজোর ভিড়ে সোনা পরে ঘোরা নিরাপদ নয়, বরং সেজে উঠুন কাগজের গয়নায়

এমব্রয়ডারি ব্রা সেট: এমব্রয়ডারি ব্রা সেটও বাজারে ছেয়ে গিয়েছে। দেখতে আকর্ষণীয়, ফিটিংও খুব ভাল। তবে অনেকে ভাবতে পারেন, এই ধরনের ব্রা গায়ে কাঁটার মতো ফুটবে হয় তো। মোটেই তা নয়। এমব্রয়ডারির কাজের নিচে পাতলা কাপড়ের আস্তরণ রয়েছে। তাই পরতে কোনও সমস্যাই হবে না। এমব্রয়ডারি সহ বেশিরভাগ ব্রা সেট নেট বা সাটিন ফ্যাব্রিকের হয়। ডিপ নেক পোশাকের সঙ্গেও এগুলো ভাল মানায়। রাত পোশাকের সঙ্গেও পরা যেতে পারে। সবচেয়ে ভাল দিক হল এই ধরনের ব্রা সেটগুলো প্যাডেড। ফিটিং ভাল হয়।

advertisement

প্রিন্টেড ব্রা সেট: প্রিন্টেড ব্রা সেটও খুব বিকোচ্ছে বাজারে। ওয়েস্টার্ন এবং ইন্ডিয়ান, দুই ধরনের পোশাকের সঙ্গেই পরা যায়। নেট, নাইলন, সাটিন ইত্যাদি কাপড়ের প্রিন্টেড ব্রা সেট পাওয়া যায়। শুধু তাই নয়, তাদের হট এবং সিজলিং নেকলাইন এগুলোকে আরও আকর্ষণীয় করে তোলে। বাজারে ২৫০ টাকা থেকে ১৫০০ টাকায় বিক্রি হচ্ছে প্রিন্টেড ব্রা সেট।

advertisement

আরও পড়ুন :  ‘বিউটি স্লিপ’ নয়, পুজোয় নজরকাড়া সুন্দরী হয়ে উঠতে ঘুমোন এই নিয়ম মেনে

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

বডিকন স্লিপওয়্যার: সাধারণত কালো বা সাদা রঙের বডিকন স্লিপওয়্যার দেখেই অভ্যস্ত। কিন্তু এখন ডিজাইনার বডিকন স্লিপওয়্যারও বাজারে এসে গিয়েছে। এমব্রয়ডারি, প্রিন্ট বা লেসের কাজের বডিকনও হু-হু করে বিক্রি হচ্ছে। বাজারে এই ধরনের বডিকন স্লিপওয়্যার পাওয়া যাচ্ছে ৫০০ থেকে ২০০০ টাকার মধ্যে।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
লেস, প্রিন্ট বা এমব্রয়ডারি, নতুন পোশাকের সঙ্গে বাছুন সঠিক অন্তর্বাস, রইল তারই হদিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল