বারোমাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম দুর্গাপূজা। সাজগোজের মধ্যে মহিলারাই এগিয়ে। তা যদি হয় নখ। তবে তো কথাই নেই। অনেকের নখ নিয়ে অনেক চিন্তা থাকে।পুজো এলে নতুন জামা কাপড়ের পাশাপাশি শখের নখেও নানান ডিজাইন ফুটিয়ে তোলেন তারা। পুজোর নতুন জামাকাপড়, জুয়েলারির সঙ্গে নখেও থাকে নানান আঁকিবুকি ও আর্ট।
আরও পড়ুন: জ্বর হলে দুপুরে কি ভাত খেতে নেই? রুটি খাওয়া উচিত! জানুন গবেষণার তথ্য
advertisement
আরও পড়ুন:
আট থেকে আশি সবাই নখের সাজে নতুনত্ব আনতে চান। সেই কৌতুহলে আপাতত ছেদ। সামান্য খরচে এবার নেওয়া যাবে নখের যত্ন। শুধু তাই নয়, এবারের পুজোয় থাকছে নানান ডিজাইন। পশ্চিম মেদিনীপুরের বেলদার নেইল পেইন্টার রিন্টি দাস করছেন নখের উপরে নানা শিল্প কর্ম। পুজোয় রাখছেন নানা চমক। মডেল সাজিয়ে একজিবিশন করছেন রিন্টি। তার বক্তব্য, পুজোর নখের ওপর কারুকাজ যে কোনও মহিলাকে অপূর্ব করে তুলবে। এটিও সৌন্দর্যের একটি অঙ্গ।পুজোয় থাকছে সাজগোজেও চমক।পুজো হোক রঙিন, সঙ্গে একটু সাজগোজ।
Ranjan Chanda