তার জন্য প্রথমেই আপনাকে যা করতে হবে, তা হল প্রচুর পরিমাণে জল খেতে হবে। রাতে ঘুমোতে যাওয়ার আগে হাফ লিটার জল নিন। তাতে পুঁদিনা পাতা, গন্ধরাজ লেবু পাতা, এক কোয়া রসুন, ও একটা গোটা পাতি লেবু কেটে ভিজিয়ে রাখুন। রাতভোর ভিজতে দিন। সকালে জল ছেকে নিন। এবার হালকা গরম করে তাতে জিরে গুঁড়ো মিশিয়ে ভাল করে গুলে নিন। খালি পেটে রোজ খান।
advertisement
আরও পড়ুন: ম্যামের রাগ ভাঙাতে চুমুর পর চুমু খুদের! ভাইরাল ভিডিওর নেপথ্যের কাহিনি জানালেন স্টার শিক্ষিকা বিশাখা!
দেখবেন সাত দিনে ওজন কমতে বাধ্য। এর সঙ্গে হালকা ব্যায়াম করুন। পারলে আধ ঘণ্টা দৌড়ান। রাতের খাবার অবশ্যই ৯টার মধ্যে খেয়ে ফেলুন। সারারাত আর কিচ্ছু খাবেন না। রাতে কম করে সাত ঘণ্টা ঘুমোন। দিনের বেলা একদম ঘুমোবেন না। এই সাতটা দিন তেলের রান্না করা কোনও জিনিস খাবেন না। ফাস্ট ফুড একেবারেই না। সারাদিন যত বার পারবেন গরম জলে চিনি ছাড়া গ্রিন টি খান। আর প্রচুর জল খান। সাত দিনে ২ কেজি থেকেও বেশি ওজন কমতে বাধ্য।