Viral Video: ম্যামের রাগ ভাঙাতে চুমুর পর চুমু খুদের! ভাইরাল ভিডিওর নেপথ্যের কাহিনি জানালেন স্টার শিক্ষিকা বিশাখা!

Last Updated:

Viral Video: কিছুতেই কথা বলবে না ম্যাম! নাছোড়বান্দা খুদে পড়ুয়া! অবশেষে ভাঙল ম্যামের রাগ। এই ভাইরাল ভিডিও মন জয় করেছে সবার! এবার ভিডিওর নেপথ্যের গল্প শোনালেন ভাইরাল টিচার বিশাখা!

#উত্তর প্রদেশ: সম্প্রতি সোশ্যাল মাধ্যমে একটি ভিডিও তুমুল ভাইরাল হয়। সেই ভিডিও এক শিক্ষিকা ও খুদে ছাত্রের। এতক্ষণে বহু মানুষ এই ভিডিও দেখেছেন। রাতারাতি স্টার হয়েছেন ওই শিক্ষিকা এবং ছাত্র। ভিডিওতে দেখা যাচ্ছে ছোট্ট পড়ুয়ার দুষ্টুমিতে রাগ করেছেন শিক্ষিকা ৷ তিনি ছাত্রের দিকে তাকাবেন না ৷ কথাও বলবেন না ৷ এদিকে প্রিয় শিক্ষিকার এই আচরণে বেজায় কষ্ট পেয়েছে খুদে পড়ুয়া ৷ সে মরিয়া চেষ্টা করে চলেছে শিক্ষিকার অভিমান ভাঙানোর ৷ কিন্তু শিক্ষিকা মানবেনই না। অবেশেষে শিক্ষিকা একের পর চুমু দিতে থাকে ওই খুদে পড়ুয়া। যা মন ছুঁয়ে যায় সকলের। কয়েক মিলিয়ন ভিউ হয় এই ভিডিওর।
এর পরেই এই ভাইরাল হওয়া ভিডিও নিয়ে মুখ খুললেন শিক্ষিকা! নৈনির শেঠ আনন্দরাম জয়পুরিয়া স্কুলে চাকরি করেন ওই শিক্ষিকা। নাম বিশাখা ত্রিপাঠী। আর খুদে পড়ুয়ার নাম অর্থব। এই দু'জনের মিষ্টি ভিডিও এখন মন জয় করেছে গোটা দেশের। ভিডিও ভাইরাল হতেই সকলে জানতে চেয়েছেন কোন স্কুল, কোথায় থাকেন তাঁরা? আবার কেউ কেউ লিখেছেন এমন দিদিমণি আমরা কেন পাইনি!
advertisement
advertisement
advertisement
রাতারাতি ভাইরাল স্টার হওয়া শিক্ষিকা বিশাখা জানান, "বাচ্চারা মাঝে মাঝে খুব দুষ্টুমি করে। ওদের ভালবেসে বোঝাতে হয়। আমার ছাত্র অর্থব সেদিন খুব দুষ্টুমি করছিল। কিছুতেই আমি ওকে চুপ করাতে পারছিলাম না। অবশেষে আমি বললাম, যাও আমি কথা বলবো না তোমার সঙ্গে। সঙ্গে সঙ্গে ও দুষ্টুমি বন্ধ করে চলে এল আমার রাগ ভাঙাতে। এই রকম কাণ্ড মাঝে মধ্যেই হয় স্কুলে। আমরা এই সব ভিডিও করি বাচ্চাদের। সেগুলো বাবা মাকে দেওয়া হয়। কখনও স্কুলের সোশ্যাল মিডিয়া পেজে আপলোড করা হয়। এই দিন আমার অন্য এক সহকর্মী ভিডিওটি করেছিলেন। আমি ওটাকে ইনস্টাগ্রামে আপলোড করি। বেশ তারপর থেকেই ভাইরাল।" ওই শিক্ষিকা আরও জানান, " আমাদের এই ভিডিও দেখে মানুষ খুশি হয়েছেন। আমাদের এত ভালবাসা দিয়েছেন এটা ভেবেই ভাল লাগছে।" তবে এখানেই শেষ নয়। ওই শিক্ষিকা বলেন, "আমি সকলকে বলবো, বাচ্চাদের ভালবাসা দিন। ওদের সঙ্গে ভালবেসে কথা বলুন। বকাবকি নয়। দেখবেন ওরা আরও অনেক বেশি ভালবাসা ফিরিয়ে দেবে। ওদের ছোট বেলাটা আরও সুন্দর হবে।" এই ভিডিওটিও এখন ভাইরাল।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: ম্যামের রাগ ভাঙাতে চুমুর পর চুমু খুদের! ভাইরাল ভিডিওর নেপথ্যের কাহিনি জানালেন স্টার শিক্ষিকা বিশাখা!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement