বলে রাখা ভাল ভেষজ রং চেনার পদ্ধতি একেবারেই সহজ। কোচবিহারের বেশকিছু ব্যবসায়ী দীর্ঘ সময় ধরে এই ধরনের ভেষজ বা হার্বাল রঙ বিক্রি করে আসছেন। ব্যবসায়ী বিশ্বজিৎ বণিক জানান, “সাধারণ ভাবে এই হার্বাল রঙ গুলি কালো রঙের হয় না। কারণ এগুলি ভেষজ বিভিন্ন উপায়ে তৈরি হয়। এছাড়া প্যাকেটজাত ভেষজ রঙের মধ্যে প্যাকেটের উপরে “Harbal Product”, “Pure Starch Base” কিংবা “100% Herbal Product” লেখাটি লেখা থাকে। ক্রেতারা সেই লেখা দেখেই চিনতে পারবেন হার্বাল বা ভেষজ উপায়ে তৈরি রঙ গুলিকে। “
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
তিনি আরোও জানান, “কোচবিহারের দোকানে দোকানে ইতিমধ্যেই দোল উপলক্ষে কেনাকাটা শুরু হয়ে গিয়েছে। তবে এই বছর বাজারে আসা ভেষজ আবিরের সম্ভার সকলের মন কেড়ে নিতে চলেছে।” আরেক ব্যবসায়ী বিশ্বনাথ বণিক জানান, “এই ধরনের ভেষজ রঙ গুলি একেবারেই সফট ধরনের হয়ে থাকে। হাতে নিলে একেবারে পাউডারের মতন মনে হয়। এইভাবেই হার্বাল বা ভেষজ রঙ চিনতে পারবেন ক্রেতারা। এছাড়া এই রঙ গায়ে লাগালে সেঁটে বসে যায় না। কাপড় দিয়ে হালকা করে মুছলেই রঙ উঠে যায়। এই রঙ গুলি বিশেষ প্যাকেটেই বিক্রি হয়। দাম থাকে ২০ থেকে ৩০ টাকার মধ্যে।”
আরও পড়ুন Fact Check: মহাকুম্ভে স্নানের পর AP উপ-মুখ্যমন্ত্রী এবার ইফতার পার্টিতে? বিরাট বিতর্ক, আসলে?
বর্তমান সময়ে সচেতন অভিভাবকরা ভেষজ আবিরের দিকে বেশি ঝুঁকেছেন। সন্তানের ত্বকের দিকে খেয়াল রেখে অন্য রঙ কিনতে রাজি হচ্ছেন না তাঁরা। বদলে শরীরের পক্ষে সহনশীল ভেষজ আবিরেই আস্থা রাখছেন বেশিরভাগ অভিভাবক। তাই এই বছর ভেষজ আবির কেনার ঝোঁক অনেকটাই বেশি সকল মানুষের মধ্যে। বিগত বছরগুলির তুলনায় চলতি বছরে ভেষজ রঙের চাহিদা বেড়েছে অনেকটা।
Sarthak Pandit