TRENDING:

Poila Baishakh 2022 : নতুন বছরে নতুন ডায়েট! ওভো-ভেজেটেরিয়ান ডায়েট নিয়ে জানুন এখনই!

Last Updated:

Poila Baishakh 2022 : নতুন বছরে বরং সঙ্গে থাক নতুন কিছু, ওভো ভেজেটেরিয়ান ডায়েট!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দ্বারে কড়া নাড়তে চলেছে পয়লা বৈশাখ। পুরনো বছরে নিজেকে ফিট রাখার জন্য আমরা মেনে চলেছি নানা ধরনের ডায়েট। নতুন বছরে বরং সঙ্গে থাক নতুন কিছু, ওভো ভেজেটেরিয়ান ডায়েট! ঠিক কী কী থাকে এই ডায়েটে, কেমন করে তা মেনে চলতে হয়, তার স্বাস্থ্যগত উপকারিতাই বা কী, জেনে নেওয়া যাক এক এক করে!
সবজির মধ্যে ভিটামিন কে থাকে। যেমন পালং শাক, লেটুস, ব্রকোলি, ভেজিটেবল অয়েল, ব্লুবেরি, ডিম, চিজ, মাংস, মেটে, সয়াবিন ও গ্রিন টি।
সবজির মধ্যে ভিটামিন কে থাকে। যেমন পালং শাক, লেটুস, ব্রকোলি, ভেজিটেবল অয়েল, ব্লুবেরি, ডিম, চিজ, মাংস, মেটে, সয়াবিন ও গ্রিন টি।
advertisement

ওভো ভেজেটেরিয়ান ডায়েট কী?

সম্প্রতি ওভো-ভেজেটেরিয়ান ডায়েটের বেশ ট্রেন্ড চলেছে। এটি মূলত নিরামিষ এবং ডিমের উপরে ভিত্তি করে করা হয়।

কী খেতে হবে এবং কী এড়িয়ে যাওয়া উচিত?

এই ডায়েটে সমস্ত ফল, সবজি, স্কোয়াস, ডাল, বিন এবং শস্য যেমন ভাত, কিনোয়া এবং বার্লি, সমস্ত সিড, মশলা, তাজা ভেষজ এবং ডিম ও ডিমের প্রোডাক্ট যেমন ডিমের সাদা অংশ, মেয়োনিজ, এগ নুডল এবং কিছু বেকড খাবার খাওয়া যায়। এই ডায়েটে যে কোনও প্রাণীজ খাবার যেমন মাংস, প্রাণীজ দুগ্ধ এবং চিজ, বাটার, আইসক্রিম, সাওয়ার ক্রিম এবং চিজের মতো দুধের প্রোডাক্টগুলি খাওয়া চলবে না।

advertisement

কেন এটি বেছে নিচ্ছেন অনেকেই?

বিভিন্ন কারণে মানুষ ওভো-ভেজেটেরিয়ান ডায়েট বেছে নেন। কেউ কেউ ধর্মীয় কিংবা সাংস্কৃতিক কারণে করেন, আবার স্বাস্থ্যের কারণেও অনেকে এই ডায়েট করে থাকেন। যদিও এই ডায়েট বেছে নেওয়ার সাধারণ কারণ হল যখন একজন মানুষ নিরামিষাশী হতে চান কিন্তু দুগ্ধজাত খাবারে অ্যালার্জিক হন। অনেকে ভেজেটেরিয়ান ডায়েটে থাকাকালীন যথেষ্ট পুষ্টি না পাওয়ার জন্যও এই ডায়েট করে থাকেন।

advertisement

আরও পড়ুন- নববর্ষ শুরু হোক খাঁটি বাঙালিয়ানায়, প্রিয়জনকে মুগ্ধ করুন রাজভোগ বানিয়ে

ওভো-ভেজেটেরিয়ান ডায়েট কি স্বাস্থ্যকর?

পুষ্টির দিক থেকে, ওভো-ভেজেটেরিয়ান ডায়েট হেলদি ফ্যাট, ভিটামিন এবং খনিজের সঙ্গে শরীরে যথেষ্ট প্রোটিনের জোগান দেয়। ডিমে ক্যালোরি কম রয়েছে এবং তাই প্রোটিনের জন্য মাংস না খেলেও ডিম খুব ভাল খাবার।

ওভো-ভেজেটেরিয়ান ডায়েটের সুবিধা

advertisement

সঠিক এবং ব্যালেন্সডভাবে এই ডায়েট করলে, ওজন কমে যাওয়া, হার্টের স্বাস্থ্যের এবং টাইপ২ ডায়াবেটিসের উন্নতি ইত্যাদি ফল পাওয়া যায়।

ওভো-ভেজেটেরিয়ান ডায়েটের অসুবিধা

এই খাদ্যাভাসে স্বাস্থ্যের সুবিধা থাকলেও এই ডায়েটের কিছু অতিরিক্ত প্রস্তুতির প্রয়োজন রয়েছে। এই ডায়েট করলে ভিটামিন বি ১২-এর ঘাটতি হতে পারে যা মাংসে প্রচুর পরিমাণে পাওয়া যায়।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তাই, এই ডায়েট করতে হলেও অতিরিক্ত সতর্কতা জরুরি। কারণ একজনের জন্য নির্দিষ্ট কোনও ডায়েট কাজে লাগলেও অন্যজনের ক্ষেত্রে তা নাও হতে পারে। সেক্ষেত্রে কোনও নতুন ডায়েট করার আগে একজন পুষ্টিবিদের পরামর্শ নেওয়া প্রয়োজন।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Poila Baishakh 2022 : নতুন বছরে নতুন ডায়েট! ওভো-ভেজেটেরিয়ান ডায়েট নিয়ে জানুন এখনই!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল