Poila Boishakh 2022: নববর্ষ শুরু হোক খাঁটি বাঙালিয়ানায়, প্রিয়জনকে মুগ্ধ করুন রাজভোগ বানিয়ে

Last Updated:

Poila Boishakh 2022: কেমন হয়, যদি এই নতুন বছরে অতিথি আর পরিবারের সদস্যদের পাতে তুলে দেওয়া যায় নিজের হাতে বানানো রাজভোগ?

রাজভোগ
রাজভোগ
#নয়াদিল্লি: রসগোল্লা তো সব সময়ের সঙ্গী, তবে এক সময়ে বাঙালির উৎসবে-অনুষ্ঠানে শেষ পাত আলো করে থাকত রাজভোগ। আকারে একটু বড়, রসগোল্লার চিরচেনা আমেজ, কিন্তু উপকরণের অদল-বদলে তা নিয়ে আসত এক বিশেষ মিষ্টিমুখের মৌতাত। তবে, হালে চট করে আর দোকানে দেখা মেলে না এই বিশেষ মিষ্টির!
ওদিকে সামনেই আসতে চলেছে বাঙালির নতুন বছর। পয়লা বৈশাখে প্রথা মেনে সব বাড়িতেই আয়োজন হবে মিষ্টিমুখের। এক্ষেত্রে ঘরে তৈরি মিষ্টির আলাদা আদর রয়েছে সব সময়েই। কেমন হয়, যদি এই নতুন বছরে অতিথি আর পরিবারের সদস্যদের পাতে তুলে দেওয়া যায় নিজের হাতে বানানো রাজভোগ?
দেখে নেওয়া যাক তার রেসিপি!
advertisement
৮ জনের জন্য রাজভোগের উপকরণ:
২০০ গ্রাম পনির বা ছানা
advertisement
১/৪ কাপ কাজু
১/৪ আমন্ড
১/৪ পেস্তা
৫টি জাফরান
১ চা চামচ এলাচের গুঁড়ো
২ কাপ জল
১ কাপ চিনি
২ টেবিল চামচ দুধ
কীভাবে রাজভোগ বানাতে হবে
ধাপ ১. বাদাম গুঁড়ো করা এবং চিনির রস বানানো
প্রথমে কাজুবাদাম, পেস্তা, আমন্ড গুঁড়ো করে তাতে এলাচের গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই সময় ২ টেবিল চামচ দুধে জাফরান ভিজিয়ে সরিয়ে রাখতে হবে। ২ কাপ জল গ্যাসে চাপিয়ে ১ কাপ চিনি দিয়ে চিনি মিশে যাওয়া পর্যন্ত ভালভাবে নাড়াতে হবে- ব্যস, রস তৈরি।
advertisement
ধাপ ২. ছানার বল তৈরি
রাজভোগ তৈরির জন্য আমরা বাড়িতে তৈরি ছানা কিংবা বাজার থেকে কেনা পনিরও ব্যবহার করতে পারি। এই রেসিপিতে রেডিমেড পনিরক ব্যবহার করা হচ্ছে, তাই পনির পিষে নিয়ে তাতে জাফরান দুধ মিশিয়ে আবার ভাল করে ডলা পাকাতে হবে।
advertisement
ধাপ ৩. রাজভোগ বানানো
পনির মাখা থেকে মাঝারি মাপের লেচি বানাতে হবে এবং একটি গর্ত করে তাতে বাদামের মিশ্রণ দিয়ে ধীরে ধীরে বলের আকার দিতে হবে। এবার ধীরে ধীরে বলগুলো চিনির রসে ডুবিয়ে রান্না হতে দিতে হবে।
ধাপ ৪. রাজভোগ পরিবেশনের জন্য প্রস্তুত
পনোর বলগুলি কম/মাঝারি আঁচে ১৫ মিনিট ফুটতে দিতে হবে চিনির রসে। তারপর আঁচ থেকে সরিয়ে নিয়ে ঠান্ডা করতে হবে। বলগুলো রসে ফোটার সময়ে ভেঙে যেতে পারে, তাই বেশি নাড়ানো যাবে না। এবার ঠান্ডা করে রাজভোগ পরিবেশন করা যায়।
advertisement
পরামর্শ:
রাজভোগে ঐতিহ্যবাহী স্বাদ আনতে আমরা উপরে একটা করে কিসমিস সাজিয়ে দিতে পারি। চিনির রসে আরও লোভনীয় স্বাদ আনতে তাতে সামান্য জাফরান এবং এলাচের গুঁড়ো দেওয়া যায়।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Poila Boishakh 2022: নববর্ষ শুরু হোক খাঁটি বাঙালিয়ানায়, প্রিয়জনকে মুগ্ধ করুন রাজভোগ বানিয়ে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement