পিঙ্ক সল্টের উপকারিতা: পিঙ্ক সল্টে এমন অনেক ভিটামিন এবং খনিজ পাওয়া যায় যেগুলো ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। পাশাপাশি এটা ত্বককে বলিরেখা মুক্ত করতেও সহায়ক।
মুলতানি মাটির সঙ্গে পিঙ্ক সল্ট: মুলতানি মাটি ত্বক ঠান্ডা রাখে। পাশাপাশি ব্রণ কমাতেও সাহায্য করে। এর সঙ্গে পিঙ্ক সল্ট মিশিয়ে তৈরি করতে হবে ফেস মাস্ক। এ জন্য লাগবে ১/৪ চা চামচ পিঙ্ক সল্ট, ২ চা চামচ মুলতানি মাটির গুঁড়ো এবং গোলাপ জল। প্রথমে একটা পাত্রে মুলতানি মাটি নিয়ে তাতে পিঙ্ক সল্ট এবং গোলাপ জল ভাল করে মিশিয়ে নিতে হবে। এবার ব্যবহার করতে হবে ঘরে তৈরি ফেস মাস্ক।
advertisement
লাগানোর পদ্ধতি: প্রথমে মুখ ভাল করে ধুয়ে মুছে নিতে হবে। তারপর লাগাতে হবে পেস্ট। ২৫ মিনিট পর পেস্ট শুকিয়ে গেলে ধুয়ে ফেলতে হবে মুখ।
আরও পড়ুন : রাসায়নিক ছেড়ে বাড়িতেই বানান রুজ-লিপস্টিক, ঠোঁট-গাল হবে গোলাপের মতো
গোলাপের পাপড়ির পাউডার এবং পিঙ্ক সল্ট: গোলাপের পাপড়ির গুঁড়ো শুকনো ত্বকের মহৌষধ। ত্বকের নিস্তেজ ভাব কমাতেই এর জুড়ি নেই। পাশাপাশি এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টের মতো উপাদান যা ত্বকের ক্ষতিগ্রস্ত কোষগুলোকেও মেরামত করে। এই পেস্ট তৈরি করতে লাগবে ১/৪ চা চামচ পিঙ্ক সল্ট, ১ টেবিল চামচ গোলাপের পাপড়ির গুঁড়ো এবং গোলাপ জল।
পেস্ট বানানো এবং লাগানোর পদ্ধতি: প্রথমে একটা পাত্রে গোলাপের পাপড়ির গুঁড়ো, গোলাপ জল এবং পিঙ্ক সল্ট ভাল করে মিশিয়ে নিতে হবে। তারপর মুখে লাগাতে হবে প্যাক। শুকোনোর জন্য মিনিট ২০ অপেক্ষার পর মুখ ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে হবে।
আরও পড়ুন : ভারতীয় স্বামীর সঙ্গে হরিয়ানভি সুরে মজলেন তাঁর অস্ট্রেলীয় তরুণী স্ত্রী
কমলালেবুর খোসার গুঁড়ো দিয়ে পিঙ্ক সল্ট: কমলালেবুর খোসা ব্রণ, ব্ল্যাকহেডস এবং হোয়াইটহেডসের মতো সমস্যা দূর করতে সাহায্য করে। পাশাপাশি মুখকে নরম ও সতেজ রাখে। পেস্ট তৈরি করতে লাগবে ১/৪ চা চামচ পিঙ্ক সল্ট এবং ১টা বড় কমলালেবুর খোসার গুঁড়ো। প্রথমে সবকটা উপাদান ভাল করে মিশিয়ে নিতে হবে। তারপর লাগাতে হবে মুখে। ২৫ মিনিট পর মুখ ধুয়ে ফেলতে হবে।
