আরও পড়ুন কার আবদারে এই রূপেই পূজিত হতে চেয়েছিলেন জগন্নাথ ?
বাংলার লোক সংস্কৃতির অঙ্গ কীর্তন গান ৷ কীর্তন জনপ্রিয় করে তোলেন মহাপ্রভু শ্রীচৈতন্য ৷ তিনি মনে করতেন ঈশ্বরের অর্চনায় গানের থেকে সহজ মাধ্যম আর কিছু হতে পারে না ৷ তবে ধীরে ধীরে গ্রাম বাংলায় সীমাবদ্ধ হয়ে পড়ে এই ভক্তি গান ৷ কিন্তু বাংলার এই গৌরব ধরে রাখতে বদ্ধপরিকর প্রভুজি সংঘ ৷ এই সংঘের সদস্যরা সকলেই শিক্ষিত এবং সমাজে প্রতিষ্ঠিত ৷
advertisement
আরও পড়ুন কেন রথের সময় ৯ দিন মাসির বাড়িতে কাটান জগন্নাথ ?
এই সংঘের সদস্যদের মধ্যে রয়েছেন ডঃ গৌতম বন্দ্যোপাধ্যায় ( অ্যাসোসিয়েট প্রফেসর, NIT, দুর্গাপুর ), ডঃ সিদ্ধকাম ভট্টাচার্য ( চার্টর্ড আক্যাউন্টেন্ট ), ডঃ অরিজিত ঘোষ ( অ্যাসিস্টেন্ট প্রফেসর, সেন্ট জেভিয়ার্স কলেজ ), সায়ন গুপ্ত ( পিএইচডি স্কলার ) এমন আরও অনেকেই ৷ শুধুমাত্র রবিবারের উল্টোরথে নয়, কলকাতায় এমন অনেক অনুষ্ঠানে কীর্তন পরিবেশন করে চলেছে প্রভুজি সংঘ ৷ বাংলার লোকসংস্কৃতিকে পুনরদ্ধার করতে এঁদের প্রয়াসকে সাধুবাদ আমাদের ৷