TRENDING:

Pet Care: রক্তদান পোষ্য সারমেয়দের! জটিল রোগে আক্রান্ত ডোবারম্যান লিওকে রক্ত দিল গোল্ডেন রিট্রিভার কোকো

Last Updated:

Blood Donation: ব্লাড ট্রান্সফিউশনের পর এখন একটু ভাল আছে লিও। এর পর তার ডায়ালিসিস এবং কেমোথেরাপি করা হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : এ বার রক্তদানের জন্য হাজির চতুষ্পদ। রক্ত দিল এক পোষ্য সারমেয়। আর এক পোষ্য ডোবারম্যানের জন্য। এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল কলকাতা। শোণিতধারায় বাঁধা পড়ল দুই সারমেয়। এই কীর্তি লিখল ‘মানবিকতা’-র নতুন সংজ্ঞা।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

অসুস্থতার জন্য রক্ত নিতে হল লিও-কে। ১০ মাস বয়সি ডোবারম্যান প্রজাতির এই পোষ্যকে নিয়ে উদ্বিগ্ন ছিলেন সত্যজিৎ বিদ্যার্থী। তাঁর পোষ্য লিও ভুগছে রক্তের জটিল রোগে। হিমোগ্লোবিন নেমে গিয়েছিল ৩-এ। তাকে বাঁচাতে দরকার পড়েছিল জরুরি ভিত্তিতে রক্ত দেওয়ার। লিওর জন্য এগিয়ে আসেন ঋষিকান্ত মুখোপাধ্যায়৷ তাঁর পোষ্য সারমেয় কোকোকে মনিয়ে৷ কার্যত অসাধ্যসাধন করল কোকো। ১০ বছরের এই স্ত্রী প্রজাতির গোল্ডেন রিট্রিভার রক্ত দেয় লিও-র জন্য। ব্লাড ট্রান্সফিউশনের পর এখন একটু ভাল আছে লিও। এর পর তার ডায়ালিসিস এবং কেমোথেরাপি করা হবে।

advertisement

আরও পড়ুন : পড়ে আছে হেলমেট! রহস্যময় দুই বাইক আরোহী কে? আলিপুর আদালতের মুহুরিকে খুন? নাকি দুর্ঘটনা? ধোঁয়াশা তীব্র

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জটিল রোগে আক্রান্ত লিওর চিকিৎসা চলছে অ্যানিম্যাল হেলথ প্যাথলজিকাল ল্যাবে৷ ডাক্তার প্রতীপ চক্রবর্তীর নেতৃত্বে রয়েছেন বাকি চিকিৎসক ও কর্মী৷ পোষ্যদের চিকিৎসায় আধুনিক যন্ত্র বসিয়েছেন পশু বিশেষজ্ঞ প্রতীপ৷ তাঁর কাছে সন্তানসম লিও-র জন্য সুচিকিৎসা পেয়ে অভিভূত সত্যজিৎ৷ তাঁর ইচ্ছে, এ বার বাকি দিনগুলি কাটুক অসমঞ্জবাবুর মতোই হেসেখেলে নিশ্চিন্তে৷ তাঁর আদরের ব্রাউনি, থুড়ি লিওর সঙ্গে৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Pet Care: রক্তদান পোষ্য সারমেয়দের! জটিল রোগে আক্রান্ত ডোবারম্যান লিওকে রক্ত দিল গোল্ডেন রিট্রিভার কোকো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল