TRENDING:

Pet Care Tips: পোষ্যকে আদর করছেন ঠিকই, তবে যত্ন নিতে গিয়ে এই ভুলগুলি করছেন না তো?

Last Updated:

আপনার পোষ্যকে ক্যালসিয়াম বেশি খাওয়াবেন না কারণ এটি হিপ ডিসপ্লাসিয়া বাড়িয়ে দিতে পারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: পোষ্য তো কেবল প্রাণী নয়, বাড়ির একজন সদস্যও। সুতরাং ওদের আদর করা থেকে শুরু করে সুস্বাস্থ্য এবং আনন্দ নিশ্চিত করাটাও সমানভাবে সরকার। পুষ্টিকর খাবার খাওয়ানো থেকে শুরু করে ওদের স্বাস্থ্যবিধির যত্ন নেওয়া, হাঁটতে নিয়ে যাওয়া এবং ওদের সঙ্গে ভালো সময় কাটানো খুবই দরকার। পোষ্যরা (Pet Care Tips) আমাদের মানসিক চাপ কমাতে এবং মানসিক স্বাস্থ্যের অন্য সমস্যাগুলিকে দূরে রাখতে সাহায্য করে। বাড়িতে পোষ্য (Pet Care Tips) থাকা বাড়ির ছোট্ট শিশুদের জন্যও ভালো। পোষ্যের যত্ন নেওয়া বাচ্চাদের আরও নিরাপদ এবং সক্রিয় হতে সাহায্য করতে পারে। পোষ্য বয়স্কদেরও নির্ভরযোগ্য বন্ধু।
advertisement

আরও পড়ুন- বিশ্ব ডাল দিবসে রোজের খাবারে জুড়ুন এক বাটি ডাল! রইল ডালের স্বাস্থ্যগুণ

পোষ্যের অভিভাবক হওয়া মানেই স্বাভাবিক নিয়মে অনেক দায়িত্ব বর্তায় আপনার উপর। তাদের বয়স অনুযায়ী সঠিক খাবার খাওয়ানো থেকে শুরু করে ওদের টিকা দেওয়ানো, ব্যায়াম করানো সবটাই গুরুত্বপূর্ণ। পোষ্যকে (Pet Care Tips) সুস্থ রাখা এবং আনন্দে রাখার সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানা প্রয়োজন। এই ভুলগুলি কখনই করবেন না-

advertisement

আরও পড়ুন- শুক্রাণুর স্বাস্থ্যের খেয়াল রাখেন না পুরুষরাই, ক্রমেই বাড়ছে পুরুষদের বন্ধ্যাত্ব!

পোষ্যকে টিকা না দেওয়া: আপনার ছোট্ট পোষ্যটি লেপ্টোস্পাইরোসিস, ডিস্টেম্পার এবং পারভোভাইরাস এবং র‍্যাবিস সহ অনেক সংক্রামক রোগে ভুগতে পারে। তাই, কোনওভাবেই টিকা দিতে ভুলবেন না।

পশুচিকিত্সকের কাছে না যাওয়া: কুকুরের ডায়াবেটিস, থাইরয়েড, হার্টের সমস্যা থেকে ক্যান্সার অবধি অনেক স্বাস্থ্য সমস্যা রয়েছে। সুতরাং, সতর্ক থাকুন এবং পোষ্যের (Pet Care Tips) শরীরে এমন কোনও অস্বাভাবিক পরিবর্তন ঘটলে ডাক্তার দেখান। পোষ্যের ত্বক এবং লোমের সমস্যারও যত্ন নিতে হবে।

advertisement

মৌখিক স্বাস্থ্যবিধির যত্ন না নেওয়া: আপনাকে পোষ্যের দাঁত এবং মাড়ির যত্ন নিতে হবে। ওদের দাঁতের স্বাস্থ্য অবহেলা করবেন না। দাঁত সঠিকভাবে ব্রাশ করান এবং পশুচিকিত্সকের পরামর্শ অনুযায়ী দাঁত পরিষ্কার করান।

কুকুরকে সঠিকভাবে না খাওয়ানো: একটি কুকুরের পুষ্টির চাহিদা ভিন্ন এবং ৫ মাস বয়সেই তাদের ৭৫% বৃদ্ধি ঘটে, তাই সুষম খাদ্য প্রয়োজন। আপনার পোষ্যকে ক্যালসিয়াম বেশি খাওয়াবেন না কারণ এটি হিপ ডিসপ্লাসিয়া বাড়িয়ে দিতে পারে।

advertisement

ব্যায়ামের রুটিন না থাকা: পোষ্যকে সক্রিয় থাকতে সাহায্য করা অপরিহার্য। আপনি ওদের বেড়াতে নিয়ে যেতে পারেন বা বাড়িতেই ওদের সঙ্গে খেলতে পারেন। পোষ্যকে একেবারেই অলস হতে দেবেন না।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

পোষ্যকে অন্যদের সঙ্গে মিশতে না দেওয়া: নিশ্চিত করুন আপনার পোষ্য কুকুরেরও যাতে বন্ধু থাকে এবং বন্ধুদের উপর বা তার পরিবারের সদস্যদের উপর যেন ঘেউ ঘেউ না করে। যদি কুকুরটি আক্রমণাত্মক হয় তবে পশুচিকিত্সককে জানান। শাস্তি নয় বরং আচরণ পরিবর্তনের মাধ্যমেই এই সমস্যাগুলি সমাধান করতে হবে। পোষা প্রাণীকে ফোবিয়া কাটিয়ে উঠতে সাহায্য করুন।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Pet Care Tips: পোষ্যকে আদর করছেন ঠিকই, তবে যত্ন নিতে গিয়ে এই ভুলগুলি করছেন না তো?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল