শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। সরকারি নির্দেশনামা অনুযায়ী প্রতিটি প্রাণী স্বাস্থ্যকেন্দ্রে প্রাণী চিকিৎসার জন্য রয়েছে ব্যবহারিক চার্জ।সেই চার্জ অনুযায়ী বড় প্রাণী, গরু বাছুর মহিষ, দেশি বিড়াল অথবা কুকুরের জন্য আপনি যদি সপ্তাহে ৫ টাকা করে জমা দেন, তাহলে ওই সপ্তাহের মধ্যে আপনার পোষ্যের সমস্ত ওষুধ ও টিকা বিনামূল্যে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন : ১৪ জুন কোন রাশির কপালে কী আছে? রাশি মিলিয়ে জানুন শুভ অশুভ ফলাফল
তবে বিদেশি পোষ্য কুকুরের জন্য সপ্তাহে লাগবে ২০ টাকা। ছোট প্রাণী ছাগল অথবা ভেড়ার জন্য লাগবে ২ টাকা। খাঁচায় পোষা পাখির জন্য লাগবে এক টাকা। এই চার্জ প্রতি সপ্তাহে দিলে আপনার পোষ্যের যখন যে সমস্যাই হোক, তার জন্য ওষুধ ও অন্যান্য সবকিছুর ব্যবস্থা করবে প্রাণী সম্পদ বিকাশ বিভাগ। তাহলে আর অপেক্ষা কিসের? খোঁজ নিন আপনার নিকটবর্তী প্রাণী সম্পদ বিকাশ কেন্দ্রে।