বড় চওড়া কপাল
যাঁদের কপাল প্রশস্ত হয়, তাঁরা সাধারণত স্বভাবের দিক থেকে মাল্টিটাস্কার হন৷ একই সঙ্গে অনেক কাজ সম্পন্ন করতে পারেন৷ গুছিয়ে কাজ করতে ভালবাসেন৷ লোককে সদুপদেশ দেন৷ তাঁরা ভারসাম্য বজায় রাখেন জীবনে৷ তাঁদের চিন্তাভাবনা স্বচ্ছ এবং যুক্তি দিয়ে বিচার করেন৷ জীবনে সফল হন৷ সময়ের তুলনায় এগিয়ে থাকেন৷ যে কোনও জিনিস দ্রুত শিখতে পারেন৷ নেতৃত্ব দিতে ভালবাসেন৷
advertisement
আরও পড়ুন : এই সময়ে, এভাবে কলা খেলেই বড় সর্বনাশ! পুষ্টিকর ফল হয়ে উঠবে চরম ক্ষতিকর!
সরু অপরিসর কপাল
এরকম যাঁদের কপালের আয়তন, তাঁরা মস্তিষ্কের তুলনায় হৃদয়কে বেশি গুরুত্ব দেন৷ স্বভাবে আপনারা বেশ মিশুকে৷ অন্যদের নেগেটিভিটি সহজেই প্রবেশ করে আপনার মনে৷ প্রভাবিত করে আপনাকে৷
কার্ভড বা ঢেউ খেলানো কপাল
এরকম কপাল থাকলে তাঁরা সহজন হন স্বভাবের দিক থেকে৷ বন্ধুত্বপূর্ণ স্বভাবের জন্য হাসিখুশি থাকতে পারেন৷ সহজে বন্ধুও তৈরি করতে পারেন৷ আপনি আশাবাদী এবং জানেন কোথায় কী বলতে হবে৷ সকলের সঙ্গে মিলেমিশে হৈ হৈ করে থাকতে ভালবাসেন তাঁরা৷
এম আকৃতির কপাল
এরকম কপাল থাকলে তাঁরা শৈল্পিক মনোভাবের হন৷ নিজের মনের অভিব্যক্তি নিয়ে সন্তুষ্ট থাকেন৷ আপনার মন আধুনিক৷ সম্পর্কে আধুনিকতার ছোঁয়া পছন্দ করেন৷ এই দু’য়ের ভারসাম্য বজায় রাখতে পারেন আপনি৷ মনের দিক থেকে আপনি কল্পনাপ্রবণ এবং সম্মানের সঙ্গে কাজ করতে ভালবাসেন৷
আমাদের ব্যক্তিত্ব ব্যবহার, মুড, মোটিভেশন, মানসিক অভ্যাস ও বুদ্ধিবৃত্তির সম্মিলিত রূপ৷ তবুও মনোবিদরা মনে করেন মুখের বৈশিষ্ট্যে ফুটে ওঠে চরিত্রের রূপরেখা৷ মুখের অভিব্যক্তি দেখেও ব্যক্তিত্ব স্পষ্ট হয়ে ওঠে৷