TRENDING:

Forehead Personality Test: আপনি মিশুকে না অসামাজিক? বুদ্ধিমান নাকি বোকা? আপনার ব্যক্তিত্ব বলে দেবে কপালের আকৃতি

Last Updated:

Forehead Personality Test: কপাল দেখে পার্সোনালিটি টেস্ট গুরুত্বপূর্ণ৷ কোন ধরনের কপালের গঠনে ব্যক্তিত্ব কী রকম হবে, দেখে নিই তার বৈশিষ্ট্য

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কপাল দেখে শুধু ভাগ্যগণনাই নয়৷ বলা যায় ব্যক্তিত্ব ও তার বৈশিষ্ট্যও৷ চোখ, নাক, গাল, চিবুক, ঠোঁট থেকে শুরু করে চুল-সব মিলিয়ে আমাদের মুখকে বলা হয় ব্যক্তিত্বের মানচিত্র৷ কপাল দেখে পার্সোনালিটি টেস্ট গুরুত্বপূর্ণ৷ কোন ধরনের কপালের গঠনে ব্যক্তিত্ব কী রকম হবে, দেখে নিই তার বৈশিষ্ট্য
কোন ধরনের কপালের গঠনে ব্যক্তিত্ব কী রকম হবে, দেখে নিই তার বৈশিষ্ট্য
কোন ধরনের কপালের গঠনে ব্যক্তিত্ব কী রকম হবে, দেখে নিই তার বৈশিষ্ট্য
advertisement

বড় চওড়া কপাল

যাঁদের কপাল প্রশস্ত হয়, তাঁরা সাধারণত স্বভাবের দিক থেকে মাল্টিটাস্কার হন৷ একই সঙ্গে অনেক কাজ সম্পন্ন করতে পারেন৷ গুছিয়ে কাজ করতে ভালবাসেন৷ লোককে সদুপদেশ দেন৷ তাঁরা ভারসাম্য বজায় রাখেন জীবনে৷ তাঁদের চিন্তাভাবনা স্বচ্ছ এবং যুক্তি দিয়ে বিচার করেন৷ জীবনে সফল হন৷ সময়ের তুলনায় এগিয়ে থাকেন৷ যে কোনও জিনিস দ্রুত শিখতে পারেন৷ নেতৃত্ব দিতে ভালবাসেন৷

advertisement

আরও পড়ুন : এই সময়ে, এভাবে কলা খেলেই বড় সর্বনাশ! পুষ্টিকর ফল হয়ে উঠবে চরম ক্ষতিকর!

সরু অপরিসর কপাল

এরকম যাঁদের কপালের আয়তন, তাঁরা মস্তিষ্কের তুলনায় হৃদয়কে বেশি গুরুত্ব দেন৷ স্বভাবে আপনারা বেশ মিশুকে৷ অন্যদের নেগেটিভিটি সহজেই প্রবেশ করে আপনার মনে৷ প্রভাবিত করে আপনাকে৷

advertisement

কার্ভড বা ঢেউ খেলানো কপাল

এরকম কপাল থাকলে তাঁরা সহজন হন স্বভাবের দিক থেকে৷ বন্ধুত্বপূর্ণ স্বভাবের জন্য হাসিখুশি থাকতে পারেন৷ সহজে বন্ধুও তৈরি করতে পারেন৷ আপনি আশাবাদী এবং জানেন কোথায় কী বলতে হবে৷ সকলের সঙ্গে মিলেমিশে হৈ হৈ করে থাকতে ভালবাসেন তাঁরা৷

এম আকৃতির কপাল

এরকম কপাল থাকলে তাঁরা শৈল্পিক মনোভাবের হন৷ নিজের মনের অভিব্যক্তি নিয়ে সন্তুষ্ট থাকেন৷ আপনার মন আধুনিক৷ সম্পর্কে আধুনিকতার ছোঁয়া পছন্দ করেন৷ এই দু’য়ের ভারসাম্য বজায় রাখতে পারেন আপনি৷ মনের দিক থেকে আপনি কল্পনাপ্রবণ এবং সম্মানের সঙ্গে কাজ করতে ভালবাসেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

আমাদের ব্যক্তিত্ব ব্যবহার, মুড, মোটিভেশন, মানসিক অভ্যাস ও বুদ্ধিবৃত্তির সম্মিলিত রূপ৷ তবুও মনোবিদরা মনে করেন মুখের বৈশিষ্ট্যে ফুটে ওঠে চরিত্রের রূপরেখা৷ মুখের অভিব্যক্তি দেখেও ব্যক্তিত্ব স্পষ্ট হয়ে ওঠে৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Forehead Personality Test: আপনি মিশুকে না অসামাজিক? বুদ্ধিমান নাকি বোকা? আপনার ব্যক্তিত্ব বলে দেবে কপালের আকৃতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল