দূর দূরান্ত, দেশ বিদেশ থেকে বহু মানুষ আসেন পিংলার পটশিল্প দেখতে।যেখানে বাড়তি আকর্ষণ পট মিউজিয়াম। পট চিত্রের জন্য বিখ্যাত পিংলার নয়া গ্রাম। এই গ্রামে এলে মন ভাল হয়ে যাবে সকলের। প্রাচীন পটকে এখনও বাঁচিয়ে রেখেছেন পটুয়ারা। তবে পিংলা এলে এবার বাড়তি আকর্ষণ পটশিল্পী বাহাদুর চিত্রকরের নিজের হাতে তৈরি মিউজিয়াম। যেখানে রয়েছে দেশ-বিদেশের নানা হারিয়ে যাওয়া ইতিহাস। বেশ কিছু পুরনো মুদ্রা, হারিয়ে যাওয়া নানা পটচিত্র, যেমন কালীঘাটের পট, মুর্শিদাবাদ-সহ বিভিন্ন প্রান্তিক এলাকার পটচিত্র। সমস্ত কিছু রয়েছে বাহাদুরের এই সংগ্রহশালায়।
advertisement
বাহাদুর চিত্রকর, পিংলার নয়া গ্রাম এর এক প্রখ্যাত পটশিল্পী। পটের পাশাপাশি তার নেশা বিভিন্ন ধরনের হারিয়ে যাওয়াই ইতিহাসের সংরক্ষণ করা। কাঠের মুখোশ, সিন্দুক, গরুর গাড়ি, ঢেঁকি-সহ নানা প্রাচীন গ্রাম্য ইতিহাসকে সংরক্ষিত করে রেখেছেন তাঁরই সংগ্রহশালায়। শুধু তাই নয়, বৈদেশিক নানা মুদ্রা, পোস্টাল, হারিয়ে যাওয়া নানা পুঁথি, বইও সংগ্রহে রয়েছে তাঁর। ব্রিটিশ সময়কালে কালীঘাট মন্দিরের কাছে আঁকা কালীঘাটের পট রয়েছে বাহাদুরের সংগ্রহশালায়। নিজের বাড়িতেই ছোট্ট সংগ্রহশালা করে রেখেছেন তিনি।
বাঁকুড়ার ডোকরা শিল্প, টেরাকোটা শিল্প, নানা ধরনের পুরনো বাঁশি, একতারা, দোতারা নানা গ্রামীণ ইতিহাসকে সংরক্ষিত করে রেখেছেন তাঁর এই সংগ্রহশালায়। নয়াগ্রামে ঘুরতে এলে বাড়তি পাওনা বাহাদুরের সংগ্রহশালা।
আরও পড়ুন : ঝরে পড়ল ডাবের জল,গঙ্গাজল, দুধ ও দইয়ের ধারা…মায়াপুরে ইসকন মন্দিরে পালিত স্নানপূর্ণিমা
প্রসঙ্গত, অগোচরে, অসচেতনতায় আমাদের থেকে হারিয়ে যাচ্ছে পুরনো দিনের নানা ইতিহাসের সামগ্রী। আর সেই ইতিহাস সংরক্ষণের নেশা বাহাদুরের। শুধু তাই নয় রয়েছে বিভিন্ন দেশ ও বিদেশের ব্যবহৃত মুখোশ। তবে পটের গ্রাম পরিদর্শনের পাশাপাশি পুরনো দিনের বিভিন্ন জিনিস সমৃদ্ধ এই মিউজিয়াম বেশ আনন্দ দেবে আপনাকে।