TRENDING:

Patachitra Museum: যিনি আঁকেন, তিনি আগলেও রাখেন! শিল্পীর যত্নে তিল তিল করে তৈরি হয়েছে সংগ্রহশালা

Last Updated:

Patachitra Museum:বাঁকুড়ার ডোকরা শিল্প, টেরাকোটা শিল্প, নানান ধরনের পুরানো বাঁশি, একতারা, দোতারা নানান গ্রামীণ ইতিহাসকে সংরক্ষিত করে রেখেছে তার এই সংগ্রহশালায়।জানুন কী কী দেখা যাবে?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রঞ্জন চন্দ, পশ্চিম মেদিনীপুর: তিনি পেশাগতভাবে পটশিল্পী। বংশপরম্পরায় পটচিত্র এঁকে উপার্জন করেন। শুধু তাই নয়, দেশ-বিদেশেও বেশ সমাদৃত হয়েছেন তিনি। তবে তাঁর এক অদ্ভুত নেশা রয়েছে। যে নেশা ভরিয়ে তুলেছে তাঁর বাড়ি। প্রাচীন পট থেকে নানা ধরনের পুরনো দিনের ব্যবহৃত জিনিসপত্র। হাতের কাছে দেশ-বিদেশের নানা মুদ্রা, পুরানো দিনে ব্যবহৃত নানা সামগ্রী সব দেখতে পাবেন এখানে। পট গ্রামে এক এখন বাড়তি পাওনা সেকালে ব্যবহৃত জিনিসপত্রের মিউজিয়াম। নিজের ব্যক্তিগত উদ্যোগে নিজের বাড়িতেই আস্ত এক সাজানো গোছানো মিউজিয়াম তৈরি করেছেন প্রখ্যাত এই পটচিত্রশিল্পী।
advertisement

দূর দূরান্ত, দেশ বিদেশ থেকে বহু মানুষ আসেন পিংলার পটশিল্প দেখতে।যেখানে বাড়তি আকর্ষণ পট মিউজিয়াম। পট চিত্রের জন্য বিখ্যাত পিংলার নয়া গ্রাম। এই গ্রামে এলে মন ভাল হয়ে যাবে সকলের। প্রাচীন পটকে এখনও বাঁচিয়ে রেখেছেন পটুয়ারা। তবে পিংলা এলে এবার বাড়তি আকর্ষণ পটশিল্পী বাহাদুর চিত্রকরের নিজের হাতে তৈরি মিউজিয়াম। যেখানে রয়েছে দেশ-বিদেশের নানা হারিয়ে যাওয়া ইতিহাস। বেশ কিছু পুরনো মুদ্রা, হারিয়ে যাওয়া নানা পটচিত্র, যেমন কালীঘাটের পট, মুর্শিদাবাদ-সহ বিভিন্ন প্রান্তিক এলাকার পটচিত্র। সমস্ত কিছু রয়েছে বাহাদুরের এই সংগ্রহশালায়।

advertisement

বাহাদুর চিত্রকর, পিংলার নয়া গ্রাম এর এক প্রখ্যাত পটশিল্পী। পটের পাশাপাশি তার নেশা বিভিন্ন ধরনের হারিয়ে যাওয়াই ইতিহাসের সংরক্ষণ করা। কাঠের মুখোশ, সিন্দুক, গরুর গাড়ি, ঢেঁকি-সহ নানা প্রাচীন গ্রাম্য ইতিহাসকে সংরক্ষিত করে রেখেছেন তাঁরই সংগ্রহশালায়। শুধু তাই নয়, বৈদেশিক নানা মুদ্রা, পোস্টাল, হারিয়ে যাওয়া নানা পুঁথি, বইও সংগ্রহে রয়েছে তাঁর। ব্রিটিশ সময়কালে কালীঘাট মন্দিরের কাছে আঁকা কালীঘাটের পট রয়েছে বাহাদুরের সংগ্রহশালায়। নিজের বাড়িতেই ছোট্ট সংগ্রহশালা করে রেখেছেন তিনি।

advertisement

বাঁকুড়ার ডোকরা শিল্প, টেরাকোটা শিল্প, নানা ধরনের পুরনো বাঁশি, একতারা, দোতারা নানা গ্রামীণ ইতিহাসকে সংরক্ষিত করে রেখেছেন তাঁর এই সংগ্রহশালায়। নয়াগ্রামে ঘুরতে এলে বাড়তি পাওনা বাহাদুরের সংগ্রহশালা।

আরও পড়ুন : ঝরে পড়ল ডাবের জল,গঙ্গাজল, দুধ ও দইয়ের ধারা…মায়াপুরে ইসকন মন্দিরে পালিত স্নানপূর্ণিমা

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

প্রসঙ্গত, অগোচরে, অসচেতনতায় আমাদের থেকে হারিয়ে যাচ্ছে পুরনো দিনের নানা ইতিহাসের সামগ্রী। আর সেই ইতিহাস সংরক্ষণের নেশা বাহাদুরের। শুধু তাই নয় রয়েছে বিভিন্ন দেশ ও বিদেশের ব্যবহৃত মুখোশ। তবে পটের গ্রাম পরিদর্শনের পাশাপাশি পুরনো দিনের বিভিন্ন জিনিস সমৃদ্ধ এই মিউজিয়াম বেশ আনন্দ দেবে আপনাকে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Patachitra Museum: যিনি আঁকেন, তিনি আগলেও রাখেন! শিল্পীর যত্নে তিল তিল করে তৈরি হয়েছে সংগ্রহশালা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল