ISKCON SnanYatra: ঝরে পড়ল ডাবের জল,গঙ্গাজল, দুধ ও দইয়ের ধারা...মায়াপুরে ইসকন মন্দিরে পালিত স্নানপূর্ণিমা
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Mainak Debnath
Last Updated:
ISKCON SnanYatra: এই স্নানযাত্রা উৎসবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহকে ডাবের জল, গঙ্গা জল, দুধ ও দই দিয়ে স্নান করানো হয় ভক্তি সহকারে
মৈনাক দেবনাথ, রাজাপুর: সাড়ম্বরে পালিত হলপ্রভু জগন্নাথের স্নানযাত্রা উৎসব। পুরীর জগন্নাথ মন্দিরের পাশাপাশি এই বাংলার মন্দির নগরী মায়াপুরের রাজাপুর মন্দিরে মহা সমারোহে পালিত হল জগন্নাথ, বলরাম ও বোন সুভদ্রার স্নানযাত্রা উৎসব। এই উপলক্ষে ভক্তদের আগমন ছিল চোখে পড়ার মতো।
নদিয়া জেলার মায়াপুরের সবথেকে বড় উৎসব জগন্নাথদেবের রথযাত্রা উৎসব। তার আগে আয়োজিত হয় এই স্নানযাত্রা। এই স্নানযাত্রা উৎসবে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহকে ডাবের জল, গঙ্গা জল, দুধ ও দই দিয়ে স্নান করানো হয় ভক্তি সহকারে। এই উপলক্ষে অসংখ্য ভক্তের সমাগম হয়েছিল মায়াপুর রাজাপুর জগন্নাথ দেবের মন্দিরে।
কথিত, এই স্নানযাত্রার পরই জগন্নাথদেব, বলভদ্র এবং সুভদ্রা জ্বরে আক্রান্ত হন। ফলে তিনি বিশ্রামে চলে যান। পুনরায় রথযাত্রার দিন জ্বর থেকে সুস্থ হয়ে উঠে তিনি স্বমহিমায় আবির্ভূত হবেন এবং পুনরায় ভক্তদের দর্শন দেবেন। মায়াপুরের শাখা রাজাপুর জগন্নাথ দেবের মন্দির থেকে সুসজ্জিত রথে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর আগমন ঘটে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত ইসকন চন্দ্রোদয় মন্দিরে।
advertisement
advertisement
আরও পড়ুন : হলুদ ফলের কালো বীজ পুষ্টির দোকান! আবর্জনায় না ফেলে মুখে দিন! পচবে না লিভার! ভ্যানিশ ফ্যাটি লিভারের কষ্ট
বুধবার ভোর বেলা থেকেই মায়াপুরে শাখাকেন্দ্র রাজাপুর জগন্নাথ মন্দিরে মঙ্গল আরতি দিয়ে স্নান যাত্রা উৎসবের সূচনা করা হয়েছে। সারাদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান চলতে থাকবে। একাধিক স্থানীয় এবং বিদেশি ভক্ত সমন্বয়ে জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবীকে নিজেদের হাতে স্নান করান। এদিনের এই উৎসবকে কেন্দ্র করে ভক্তবৃন্দদের জন্য প্রসাদের ব্যবস্থাও করে ইসকন কর্তৃপক্ষ। এ বিষয়ে ইসকনের পক্ষ থেকে জানানো হয় আজকে স্নানযাত্রার পর প্রভু জগন্নাথের জরাক্রান্ত হন। এরপর দৈতাপতিরা প্রভু জগন্নাথকে নানা রকম ভাবে সেবা সুশ্রূষা করেন এবং রথ যাত্রার দিন সুসজ্জিত রথে চড়ে বেরিয়ে মাসির বাড়ি যান।
Location :
Kolkata,West Bengal
First Published :
June 11, 2025 6:22 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ISKCON SnanYatra: ঝরে পড়ল ডাবের জল,গঙ্গাজল, দুধ ও দইয়ের ধারা...মায়াপুরে ইসকন মন্দিরে পালিত স্নানপূর্ণিমা