কিছু বিশেষ কৌশল মানলে শিশুদের মানসিক ব্যায়াম হয় ৷ যার ফলে শিশুদের আইকিউ লেভেল তীক্ষ্ণ হতে সাহায্য করে ৷ অভিভাবকরা এবং শিক্ষকরা চাইলে, কিছু বিশেষ কৌশল প্রয়াস করলে শিশুদের আইকিউ বাড়বে ৷ চলুন, জেনে নেওয়া যাক শিশুদের আইকিউ লেভেল বাড়ানোর কিছু সহজ কৌশল
আরও পড়ুন : ডায়েট করেও ওজন কমছে না ? রোজ এই উপায় মানলে ওজন কমবে ম্যাজিকের মত
advertisement
মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট - বাচ্চাদের হারমোনিয়াম , গিটার , পিয়ানো বা যেকোনও বাদ্যযন্ত্র শেখাতে হবে ৷ বাদ্যযন্ত্র শিখলে শিশুদের মস্তিষ্কে ব্যায়াম হয় ৷ যার ফলে আইকিউ তীক্ষ্ণ হতে সাহায্য করে ৷
খেলাধুলা- খেলাধুলার মাধ্যমে শিশুরা শারীরিকভাবে সুস্থ হওয়ার পাশাপাশি মানসিকভাবেও শক্তিশালী হয়। তাই বাচ্চাদের খেলাধুলার মধ্যে রাখতে হবে ৷ বিভিন্ন মস্তিষ্ক শক্তিশালী করার খেলনা শিশুদের দেওয়া যেতে পারে ৷ তাতে আইকিউ তীক্ষ্ণ হতে সাহায্য করে ৷
আরও পড়ুন : লুকিয়ে থাকা ডায়েবেটিস? এই লক্ষণগুলি থাকলে আজই রক্ত পরীক্ষা করান
গণিত শেখান - শিশুদের ছোট ছোট গণিত সমাধান করতে দিতে হবে ৷ যোগ, বিয়োগ , গুন , ভাগ সমাধান করলে মস্তিষ্কে ব্যায়াম হয় এবং বুদ্ধি বাড়ে ৷
যোগ ব্যায়াম শিক্ষা - শিশুদের আইকিউ লেভেল বাড়ানোর জন্য তাদের মনোযোগ ও একাগ্রতা বাড়াতে হবে। এমন পরিস্থিতিতে শিশুদের একাগ্রতা বাড়াতে , তাদের যোগ ব্যায়াম করানো প্রয়োজন ৷
মাইন্ড গেম - বাচ্চাদের মাইন্ড গেম দিন ৷ মাইন্ড গেম খেলে শিশুদের মানসিক বিকাশ ঘটে ৷ এমন পরিস্থিতিতে, আপনি বাচ্চাদের ধাঁধা, দাবা এবং সুডোকোর মতো মাইন্ড গেম খেলতে শেখাতে পারেন। এতে বাচ্চাদের আইকিউ লেভেল স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যাবে।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধরণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।