TRENDING:

শিশুদের আইকিউ বাড়াতে চান ? এই বিশেষ কৌশল মানলেই তীক্ষ্ণ হবে শিশুদের বুদ্ধি ও একাগ্রতা

Last Updated:

Some ways to boost kid's IQ : কিছু বিশেষ কৌশল প্রয়াস করলে  শিশুদের আইকিউ বাড়বে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
# কলকাতা : কিছু বাচ্চার আইকিউ লেভেল জন্ম থেকেই বেশি হয় ৷ আবার কিছু বাচ্চার কম ৷  যদিও এটা জেনে অবাকই হবেন যে কোনও মানুষেরই আইকিউ জন্ম থেকেই স্থায়ী থাকে না ৷ চাইলেই শিশুদের আইকিউ তীক্ষ্ণ করা যেতে পারে ৷  বাচ্চাদের আইকিউ লেভেল বাড়ানোর জন্য কিছু বিশেষ কৌশল মানা যেতেই পারে ৷
advertisement

কিছু বিশেষ কৌশল মানলে শিশুদের  মানসিক ব্যায়াম হয় ৷ যার ফলে শিশুদের আইকিউ লেভেল তীক্ষ্ণ হতে সাহায্য করে ৷  অভিভাবকরা এবং শিক্ষকরা চাইলে, কিছু বিশেষ কৌশল প্রয়াস করলে  শিশুদের আইকিউ বাড়বে ৷ চলুন,  জেনে নেওয়া যাক  শিশুদের আইকিউ লেভেল বাড়ানোর কিছু সহজ কৌশল

আরও পড়ুন : ডায়েট করেও ওজন কমছে না ? রোজ এই উপায় মানলে ওজন কমবে ম্যাজিকের মত

advertisement

মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট - বাচ্চাদের হারমোনিয়াম , গিটার , পিয়ানো বা যেকোনও বাদ্যযন্ত্র শেখাতে হবে ৷ বাদ্যযন্ত্র শিখলে  শিশুদের মস্তিষ্কে ব্যায়াম হয় ৷ যার ফলে আইকিউ তীক্ষ্ণ হতে সাহায্য করে ৷

খেলাধুলা- খেলাধুলার মাধ্যমে শিশুরা শারীরিকভাবে সুস্থ হওয়ার পাশাপাশি মানসিকভাবেও শক্তিশালী হয়। তাই বাচ্চাদের খেলাধুলার মধ্যে রাখতে হবে ৷  বিভিন্ন মস্তিষ্ক শক্তিশালী করার খেলনা শিশুদের দেওয়া যেতে পারে ৷ তাতে আইকিউ তীক্ষ্ণ হতে সাহায্য করে ৷

advertisement

আরও পড়ুন : লুকিয়ে থাকা ডায়েবেটিস? এই লক্ষণগুলি থাকলে আজই রক্ত পরীক্ষা করান

গণিত শেখান - শিশুদের ছোট ছোট গণিত সমাধান করতে দিতে হবে ৷ যোগ, বিয়োগ , গুন , ভাগ সমাধান করলে মস্তিষ্কে ব্যায়াম হয় এবং বুদ্ধি বাড়ে ৷

যোগ ব্যায়াম শিক্ষা - শিশুদের আইকিউ লেভেল বাড়ানোর জন্য তাদের মনোযোগ ও একাগ্রতা বাড়াতে হবে। এমন পরিস্থিতিতে শিশুদের একাগ্রতা বাড়াতে , তাদের যোগ ব্যায়াম করানো প্রয়োজন ৷

advertisement

মাইন্ড গেম -  বাচ্চাদের মাইন্ড গেম দিন ৷ মাইন্ড গেম খেলে শিশুদের মানসিক বিকাশ ঘটে ৷  এমন পরিস্থিতিতে, আপনি বাচ্চাদের ধাঁধা, দাবা এবং সুডোকোর মতো মাইন্ড গেম খেলতে শেখাতে পারেন। এতে বাচ্চাদের আইকিউ লেভেল স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যাবে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধরণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
শিশুদের আইকিউ বাড়াতে চান ? এই বিশেষ কৌশল মানলেই তীক্ষ্ণ হবে শিশুদের বুদ্ধি ও একাগ্রতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল