TRENDING:

Covid 19 vaccination: জানুয়ারিতে যে কিশোর কিশোরীরা ওমিক্রন আক্রান্ত হয়, তারা এখন কোভিড টিকা নিতে পারবে? জানুন চিকিৎসকের মত

Last Updated:

Covid 19 vaccination for children : অ্যাসিম্পটোম্যাটিক হলে তো অনেকে বুঝতেও পারেননি তিনি কোভিডে আক্রান্ত হয়েছেন কিনা৷ সেরকম হলে বাচ্চাদের টিকাকরণ কি করা উচিত? জানালেন শিশুরোগ বিশেষজ্ঞ সুমন্ত ভট্টাচার্য

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : অবশেষে ১২ থেকে ১৪ বছর বয়সি ছেলেমেয়েকে করোনা প্রতিষেধক দেওয়া শুরু হয়েছে এ রাজ্যে৷ একদিকে স্কুলের পঠনপাঠন, অন্যদিকে টিকাকরণ, দুই-ই চলছে সমান তালে৷ কিন্তু অভিভাবকদের মনে প্রশ্নের মেঘ রয়েছে এখনও৷ জানুয়ারি মাসে অতিমারির তৃতীয় ঢেউয়ে বহু শিশু ও কিশোর আক্রান্ত হয়েছিল ওমিক্রনে৷ তাদের মধ্যে আছে ১২ থেকে ১৪ বছর বয়সি শিশু ও কিশোররাও (Covid 19 vaccination for children )৷ সেক্ষেত্রে তাদের টিকা দেওয়ার ক্ষেত্রে কোভিড থেকে সেরে ওঠার পর কতটা সময়সীমা পালন করতে হবে?
একদিকে স্কুলের পঠনপাঠন, অন্যদিকে টিকাকরণ, দুই-ই চলছে সমান তালে
একদিকে স্কুলের পঠনপাঠন, অন্যদিকে টিকাকরণ, দুই-ই চলছে সমান তালে
advertisement

এই প্রশ্নই আমরা রেখেছিলাম শিশুরোগ বিশেষজ্ঞ সুমন্ত ভট্টাচার্যের কাছে৷ তিনি বললেন, ‘‘যখনই আমরা কোনও ভাইরাসে আক্রান্ত হই, তার জেরে শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে যায়৷ ফলে নির্দিষ্ট সময়সীমার আগেই সেই ভাইরাসের প্রতিষেধক টিকা নিলে তার কার্যকারিতা থাকে না৷ তাই কিছু দিন আমাদের অপেক্ষা করতেই হয় টিকার উপযোগিতা সম্পূর্ণরূপে পাওয়ার জন্য৷’’ কিন্তু কত দিন অপেক্ষা করতে হবে বাচ্চাদের ক্ষেত্রে? চিকিৎসক সুমন্ত ভট্টাচার্য জানালেন, ‘‘যদি বাচ্চার সঠিক কোভিড রিপোর্ট থাকে, তাহলে আক্রান্ত হওয়ার পর চার সপ্তাহ থেকে ৬ সপ্তাহ অপেক্ষা করে টিকা দেওয়া যায়৷’’ সেক্ষেত্রে দেখতে গেলে জানুয়ারি মাসের নিরিখে সেই সময়পর্ব এখন পেরিয়ে যাওয়ারই কথা৷ কিন্তু এই সময়সীমা হিসেব করা তখনই সম্ভব, যখন সঠিক কোভিড রিপোর্ট থাকবে৷

advertisement

আরও পড়ুন :  ঘূর্ণিঝড় 'অশনি'র কীভাবে নামকরণ করা হয়েছিল? এর অর্থ কী?

কিন্তু জানুয়ারি মাসে অতিমারির তৃতীয় তরঙ্গে জ্বরে আক্রান্ত হয়েও অনেকেই পরীক্ষা করাননি৷ আর অ্যাসিম্পটোম্যাটিক হলে তো অনেকে বুঝতেও পারেননি তিনি কোভিডে আক্রান্ত হয়েছেন কিনা৷ সেরকম হলে বাচ্চাদের টিকাকরণ কি করা উচিত? সেই পরিস্থিতিতে ডক্টর ভট্টাচার্যর মত, এই মুহূর্তে ১২ থেকে ১৪ বছর বয়সি বা তার থেকে বয়সে কিছুটা বড় কিশোর-কিশোরীরা এই মুহূর্তে উপসর্গহীন হলে অর্থাৎ জ্বর সর্দিকাশি বা গলার সংক্রমণে আক্রান্ত না হলে, তাঁদের টিকাকরণ করিয়ে নেওয়া দরকার৷ কারণ এখনও অবধি টিকার তীব্র পার্শ্ব প্রতিক্রিয়া কার্যত দেখা যায়নি৷ বাচ্চার কোনও জটিল অসুখ থাকলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট চিকিৎসকের পরামর্শ নিতে হবে টিকাকরণের আগে৷

advertisement

আরও পড়ুন : বাজারে প্যাকেটজাত পণ্যের কৃত্রিম স্বাদ নয়, সন্তানকে দিন ঘরে তৈরি প্রোটিন শেক

আরও পড়ুন : চৈত্রের তপ্ত দুপুরে খান কাঁচা আম, সুস্থ থাকুন বছরভর

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

একইসঙ্গে শিশুরোগ বিশেষজ্ঞ সুমন্ত ভট্টাচার্য এও জানাতে ভুললেন না যে শিশু ও কিশোরদের কোভিড প্রতিষেধক দেওয়া কতটা গুরুত্বপূ্র্ণ৷ তাঁর কথায়, ‘‘বড়দের মতো কোভিডবিধি মেনে চলা বাচ্চাদের পক্ষে বেশ কঠিন৷ তাই ওরা যাতে নিরাপদে স্কুল করতে পারে, তার জন্য টিকাকরণ বাঞ্ছনীয়৷ তাছাড়া আরও কোনও কোভিড ওয়েভ আসবে কিনা, সে বিষয়ে এখনই পূর্বাভাস দেওয়া অসম্ভব৷ তাই কোভিডবিধি পালনে কোনও শৈথিল্য চলবে না৷ আমার মনে হয়, কোভিডবিধি বা স্বাস্থ্যবিধির মূল পাঠটুকু আমাদের পালন করে যেতে হবে অন্তত আরও এক বছর৷’’

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Covid 19 vaccination: জানুয়ারিতে যে কিশোর কিশোরীরা ওমিক্রন আক্রান্ত হয়, তারা এখন কোভিড টিকা নিতে পারবে? জানুন চিকিৎসকের মত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল